ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

৩৫তম ব্যাচকে অভিনব বিদায় জানালো বিকেএসপি

৩৫তম ব্যাচকে অভিনব বিদায় জানালো বিকেএসপি

দেশের একমাত্র সরকারি ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি আজ সকালে তাদের ৩৫তম ব্যাচের সদ্য পাশ করা এইচএসসি প্রশিক্ষণার্থীদের বিদায় জানালো। দীর্ঘ ৬ থেকে ৯ বছরের কঠোর প্রশিক্ষণ, লেখা-পড়া ও সু-শৃঙ্খল জীবন যাপনের পর শেষ হলো তাদের বিকেএসপি জীবন।

প্রশিক্ষণার্থীদের বিদায়কে স্মরণীয় করতে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ আয়োজন করেছিল এক অভিনব অনুষ্ঠান।

বিকেএসপি কলেজ থেকে শুরু করে প্রধান ফটক পর্যন্ত প্রশিক্ষণার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা রাস্তার দু’ধারে সারিবদ্ধ হয়ে ফুলের পাপড়ি ছুঁড়েছেন এবং বাদক দলের সুরে ব্যাচ’৩৫কে বিদায় জানিয়েছে। এই সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

এর আগে, গতকাল সন্ধ্যায় এইচএসসি’৩৫-এর বিদায় উপলক্ষে বিকেএসপি’র অডিও-ভিজ্যুয়াল সেন্টারে আয়োজন করা হয়েছিল বিশেষ অনুষ্ঠান। মিলনায়তনে বিদায়ী প্রশিক্ষণার্থীদের রজনীগন্ধার ফুল দিয়ে স্বাগত জানিয়েছিল ক্ষুদে প্রশিক্ষণার্থীদের একটি দল।

স্মৃতিচারন পর্বে বক্তব্য রাখেন কয়েকজন প্রশিক্ষণার্থী ও শ্রেণি শিক্ষক। অনুষ্ঠানটিতে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

উপস্থিত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: মুনীরুল ইসলাম বিদায়ীদের উদ্দেশে উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং অনুপ্রেরণামূলক বক্তব্য দেন। পরে মহাপরিচালক বিদায়ী প্রশিক্ষণার্থীদের সঙ্গে এক নৈশভোজে অংশ নেন।

বিকেএসপি,৩৫তম ব্যাচ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত