ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

অস্ট্রেলিয়ার কাছে হারল বাংলাদেশ, বিফলে আমিরুলের হ্যাটট্রিক

অস্ট্রেলিয়ার কাছে হারল বাংলাদেশ, বিফলে আমিরুলের হ্যাটট্রিক

বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ার দূরত্ব ৭১৭১ কিলোমিটার। বিশ্ব হকির র‍্যাংকিংয়ে দুই দেশের দূরত্ব বিশাল। অস্ট্রেলিয়ার জাতীয় দল এখন ৪ নম্বরে, আর বাংলাদেশ ২৯তম স্থানে। চলমান অনূর্ধ্ব ২১ বিশ্বকাপে লাল সবুজ দলের প্রথম প্রতিপক্ষ সেই অস্ট্রেলিয়াই। তবে প্রথম কোয়ার্টারে বাংলাদেশ যেভাবে খেলল তাতে দূরত্ব বোঝাই গেল না। শুরুতেই জালের দেখা পেলেন আমিরুল ইসলাম। এরপর আরও দুইবার লক্ষ্যভেদ করে হ্যাটট্রিক পূরণের আনন্দে মাতলেন তিনি, কিন্তু প্রাপ্তির পূর্ণতায় পারলেন না ভাসতে। গোলমুখে দলের অন্যদের ব্যর্থতায় অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে জুনিয়র হকি বিশ্বকাপ শুরু করল বাংলাদেশ।

গতকাল শনিবার ভারতের চেন্নাইয়ের মেয়র রাধাকৃষ্ণান স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫-৩ গোলে হেরেছে বাংলাদেশ। এ নিয়ে ১৩ বার জুনিয়র হকি বিশ্বকাপে খেলছে অস্ট্রেলিয়া। আগের ১২ আসরের চারবার ফাইনাল খেলেছে তারা, ১৯৯৭ সালে হয়েছে চ্যাম্পিয়নও। আর বাংলাদেশ খেলছে এবারই প্রথম। এমন এক দলের বিপক্ষে প্রথম ও শেষ কোয়ার্টারে প্রায় সমানে সমানে লড়াই করেছে বাংলাদেশ। প্রথম কোয়ার্টারে ১-১ এ সমতার পর শেষ কোয়ার্টারেও এক গোলের বিপরীতে এক গোল শোধ করে বাংলাদেশ।

তবে তৃতীয় কোয়ার্টারটাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। এই সময় ৩ গোল হজম করে পিছিয়ে পড়ে বাংলাদেশ। ম্যাচের শুরুতেই ধাক্কা। মাত্র ৪১ সেকেন্ডে গোল হজম করে সিগফ্রাইড আইকম্যানের দল। তবে জবাব দিতে বেশি সময় লাগেনি। ১৪ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে বাংলাদেশকে সমতায় ফেরান আমিরুল ইসলাম। ১৭ মিনিট পর্যন্ত স্কোরলাইন ছিল ১-১। এরপর যেন দৃশ্যপট বদলে গেল।

১৮ থেকে ২৩-মাত্র পাঁচ মিনিটে রীতিমতো ঝড় তোলে অস্ট্রেলিয়া। এই সময়ে আরও তিনবার গোল উদ্যাপন করে তারা।

বাংলাদেশও সুযোগ পায়নি, তা নয়; ৩০ মিনিটে টানা চারটি পেনাল্টি কর্নার পেয়েও প্রতিপক্ষের রক্ষণ ভাঙতে পারেনি।

অস্ট্রেলিয়া,বাংলাদেশ,হ্যাটট্রিক,আমিরুল ইসলাম,অনূর্ধ্ব ২১ বিশ্বকাপ,হকি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত