ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

বিপিএলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ, পর্দা উঠছে সিলেটে

বিপিএলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ, পর্দা উঠছে সিলেটে

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। ঢাকায় আসর শুরুর গুঞ্জন থাকলেও আগামী ২৬ ডিসেম্বর থেকে সিলেটেই উঠছে পর্দা।

মঙ্গলবার (২ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিপিএলের দ্বাদশ আসরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ঘোষণা অনুযায়ী, পূর্বনির্ধারিত সময়ের চেয়ে ৭ দিন পিছিয়ে ২৬ ডিসেম্বর থেকে মাঠে গড়াচ্ছে এবারের বিপিএল। এবারের আসরে প্রথমবারের মতো দেশের ক্রিকেটের প্রাণকেন্দ্র মিরপুরের চেয়ে বেশি ম্যাচ পাচ্ছে সিলেট ও চট্টগ্রাম।

আগামী ২৬ ডিসেম্বর সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্সের ম্যাচ দিয়ে মাঠে গড়াবে টুর্নামেন্ট। সিলেট পর্বে ২ জানুয়ারি পর্যন্ত হবে ১২টি ম্যাচ।

এরপর দুদিনের বিরতি দিয়ে ৫ জানুয়ারি থেকে চট্টগ্রামে হবে দ্বিতীয় পর্ব। বন্দরনগরীতেও হবে ১২টি ম্যাচ। এবারের আসরে সবচেয়ে কম ম্যাচ হবে ঢাকায়। প্লে-অফ ও ফাইনালসহ এখানে হবে ১১টি ম্যাচ।

চট্টগ্রাম পর্ব শেষে ১৩ ও ১৪ জানুয়ারি বিরতি কাটিয়ে ঢাকায় জমে উঠবে বিপিএলের উন্মাদনা। ২৩ জানুয়ারি আসরের ফাইনালের জন্য দিন নির্ধারণ করা হয়েছে। ফাইনালের পাশাপাশি এবার প্লে-অফের জন্যেও রাখা হয়েছে রিজার্ভ ডে।

আবা/এসআর/২৫

বিপিএল,সূচি প্রকাশ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত