ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

আগামীকাল বিশ্বকাপের ড্র অনুষ্ঠান, থাকবেন ডোনাল্ড ট্রাম্পও

আগামীকাল বিশ্বকাপের ড্র অনুষ্ঠান, থাকবেন ডোনাল্ড ট্রাম্পও

আর কয়েকমাস বাদেই যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় শুরু হতে যাচ্ছে বিশ্বকাপের আসর। যেখানে প্রথমবারের মতো খেলবে ৪৮ দল। তাই এবার বিশ্বকাপের আবহ একটু ভিন্ন। বড় আকর্ষণ থাকবে বিশ্বকাপের ড্রয়ের দিকে। আগামীকাল শুক্রবার (৫ ডিসেম্বর) দেখা যাবে সেই ড্র যেখানে উপস্থিত থাকবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর আল-জাজিরার।

বিশ্বকাপে এখনো পর্যন্ত ৪২টি দল নিশ্চিত হয়েছে। আগামী মার্চে বাকি থাকা ছয়টি স্পট নিশ্চিত হবে। তার আগেই ৫ ডিসেম্বর ওয়াশিংটন ডিসিতে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হবে ড্র। এমন তথ্যই জানিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

ওয়াশিংটন ডিসির বিখ্যাত জন এফ কেনেডি সেন্টার ফর পারফর্মিং আর্টসে ড্র’টি আয়োজিত হচ্ছে। যেখানে উপস্থিত থাকবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন কৌতুক অভিনেতা কেভিন হার্ট, সুপারমডেল হেইডি ক্লুম ও অভিনেতা-পরিচালক ড্যানি রামিরেজ। গান গাইবেন আন্দ্রেয়া বোচেল্লি, নিকোল শেরজিঙ্গার ও রবি উইলিয়ামস। এছাড়া, পপ সঙ্গীত দল ভিলেজ পিপল তাদের ওয়াই.এম.সি.এ. গানটি গাইবে।

বিশ্বকাপ নিশ্চিত হওয়া সব দলই অনুষ্ঠানে উপস্থিত থাকবে। তবে ভিসা নিয়ে জটিলতা হওয়ায় অনুষ্ঠান বয়কটের ঘোষণা আগেই দিয়ে রেখেছে ইরান।

আবা/এসআর/২৫

বিশ্বকাপ,ড্র
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত