অনলাইন সংস্করণ
১২:২৬, ০৫ ডিসেম্বর, ২০২৫
আগামী বছরের জুনে যুক্তরাষ্ট্রে পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের। তার আগে আজ ওয়াশিংটনে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের চূড়ান্ত ড্র, যেখানে নির্ধারিত হবে কোন দল কোন গ্রুপে খেলবে এবং শুরু হবে তাদের বিশ্বকাপযাত্রার আনুষ্ঠানিক পথচলা। ফুটবল বিশ্বের এই বহুল প্রতীক্ষিত অনুষ্ঠানে গ্রুপ বিভাজনের মাধ্যমে দলগুলোর সম্ভাব্য পথচিত্র পরিষ্কার হয়ে যাবে।
আজ (শুক্রবার) ওয়াশিংটন ডিসির জন এফ. কেনেডি সেন্টারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সভাপতিত্বে এবং ফিফা প্রধান জিয়ান্নি ইনফান্তিনোর উপস্থিতিতে হবে জমকালো ড্র অনুষ্ঠান।
স্থানীয় সময় দুপুর ১২টায় শুরু হওয়া ড্র বাংলাদেশ সময় রাত ১১টায় সরাসরি দেখা যাবে ফিফার অফিসিয়াল ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলে। ফিফা জানিয়েছে, ড্রয়ের পরদিন শনিবার (৬ ডিসেম্বর) সব ম্যাচের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হবে।
২০২৬ বিশ্বকাপে প্রথমবারের মতো ৪৮ দল খেলবে ১২টি গ্রুপে ভাগ হয়ে। ইতোমধ্যে ৪২ দল জায়গা নিশ্চিত করেছে। বাকি ৬টি দল নির্ধারিত হবে আগামী মার্চে ইউরোপিয়ান ও আন্তঃমহাদেশীয় প্লে-অফের মাধ্যমে। তবে আজকের ড্র অনুষ্ঠানের মাধ্যমে জানা যাবে কোন গ্রুপে কোন দল পড়বে।
ড্রয়ে অংশ নিচ্ছে আয়োজক দেশগুলো কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রসহ এএফসি, সিএএফ, কনক্যাকাফ, কনমেবল, ওএফসি এবং উয়েফার যোগ্যতাপ্রাপ্ত দলগুলো। এশিয়া থেকে খেলবে অস্ট্রেলিয়া, ইরান, জাপান, জর্ডান, দক্ষিণ কোরিয়া, কাতার, সৌদি আরব ও উজবেকিস্তান। আফ্রিকা থেকে অংশ নেবে আলজেরিয়া, কেপ ভার্দে, আইভরিকোস্ট, মিসর, ঘানা, মরক্কো, সেনেগাল, দক্ষিণ আফ্রিকা ও তিউনিসিয়া।
উত্তর ও মধ্য আমেরিকা অঞ্চল থেকে জায়গা করে নিয়েছে কুরাসাও, হাইতি ও পানামা। দক্ষিণ আমেরিকা থেকে রয়েছে আর্জেন্টিনা, ব্রাজিল, কলম্বিয়া, ইকুয়েডর, প্যারাগুয়ে ও উরুগুয়ে। ওশেনিয়া অঞ্চল থেকে প্রতিনিধিত্ব করবে নিউজিল্যান্ড। ইউরোপ থেকে খেলবে অস্ট্রিয়া, বেলজিয়াম, ক্রোয়েশিয়া, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, নরওয়ে, পর্তুগাল, স্কটল্যান্ড, স্পেন ও সুইজারল্যান্ড।
এখনও ৬টি জায়গা খালি রয়েছে ৪৮ দলের বিশ্বকাপে। উয়েফার ১৬ দলের প্লে-অফের মাধ্যমে চারটি দল নির্বাচিত হবে। এই প্লে-অফে খেলবে আলবেনিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, ইতালি, কসোভো, উত্তর আয়ারল্যান্ড, উত্তর মেসিডোনিয়া, পোল্যান্ড, আয়ারল্যান্ড, রোমানিয়া, স্লোভাকিয়া, সুইডেন, তুরস্ক, ইউক্রেন ও ওয়েলস।
বাকি দুটি জায়গার জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে বলিভিয়া, কঙ্গো ডিআর, ইরাক, জ্যামাইকা, নিউ ক্যালেডোনিয়া ও সুরিনাম।
ড্রয়ে চারটি পট থাকবে। প্রথম পটে থাকবে আয়োজক তিন দেশ ও বিশ্বের শীর্ষ র্যাংকিংধারী নয়টি দেশ—স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স, ইংল্যান্ড, ব্রাজিল, পর্তুগাল, নেদারল্যান্ডস, বেলজিয়াম ও জার্মানি।
ফিফা জানিয়েছে, স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স ও ইংল্যান্ডকে চারটি ভিন্ন পথে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে সেমিফাইনাল বা ফাইনালের আগে তারা মুখোমুখি না হয়।
ড্র প্রক্রিয়ায় আয়োজক দেশগুলোর গ্রুপ নির্ধারণ আগেই হয়ে গেছে। মেক্সিকো থাকবে ‘এ’, কানাডা ‘বি’ এবং যুক্তরাষ্ট্র ‘ডি’ গ্রুপে। পট ১-এর বাকি নয় দল পর্যায়ক্রমে সি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে ও এল গ্রুপে স্থান পাবে। এরপর পট ২, ৩ ও ৪ থেকে ক্রমানুযায়ী একে একে দল তোলা হবে।
একই মহাদেশের দুটি দল একই গ্রুপে না রাখার নীতিও থাকবে কার্যকর, তবে ইউরোপ থেকে ১৬টি দল অংশ নেওয়ায় কমপক্ষে চারটি গ্রুপে দুটি ইউরোপীয় দল থাকবেই।
ড্রকে ঘিরে ঝলমলে আয়োজনও থাকছে। অনুষ্ঠানের সঞ্চালনায় থাকবেন সুপারমডেল ও প্রযোজক হাইডি ক্লুম এবং মার্কিন কৌতুক অভিনেতা কেভিন হার্ট। পাশাপাশি থাকবেন অভিনেতা ও প্রযোজক ড্যানি রামিরেজ।
গানের আসর মাতাবেন মায়েস্ত্রো আন্দ্রে বোসেল্লি, রবি উইলিয়ামস ও নিকোল শেরজিঙ্গার। ড্র শেষে পরিবেশিত হবে জনপ্রিয় ব্যান্ড ভিলেজ পিপলের ‘ওয়াই.এম.সি.এ’ গান।
সব মিলিয়ে আজকের দিনটি বিশ্ব ফুটবলের ইতিহাসে আরেকটি বিশেষ দিন হয়ে উঠতে যাচ্ছে, যেখানে ফুটবলপ্রেমীরা পেয়ে যাবেন ২০২৬ বিশ্বকাপের প্রথম রূপরেখা।