ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ক্রাইস্টচার্চ টেস্ট: পাহাড়সম লক্ষ্যে দারুণ লড়ছে ক্যারিবীয়রা

ক্রাইস্টচার্চ টেস্ট: পাহাড়সম লক্ষ্যে দারুণ লড়ছে ক্যারিবীয়রা

ক্রাইস্টচার্চ টেস্টে জিততে হলে বিশ্বরেকর্ড গড়তে হবে ওয়েস্ট ইন্ডিজকে। টেস্টে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ডটি ৪১৮ রান। নিউজিল্যান্ড ওয়েস্ট ইন্ডিজের সামনে ৫৩১ রানের বিশাল লক্ষ্য দাঁড় করিয়েছে।

সফরকারী দল হাল ছাড়েনি। চতুর্থ দিন শেষে ৪ উইকেটে ২১২ রান তুলে আছে ওয়েস্ট ইন্ডিজ। জিততে হলে শেষদিন তাদের আরও ৩১৯ রান দরকার, হাতে ৬ উইকেট।

এর আগে, ৪ উইকেটে ৪১৭ রান নিয়ে চতুর্থ দিন শুরু করা নিউজিল্যান্ড ৮ উইকেটে ৪৬৬ রান তুলে ইনিংস ঘোষণা করে। ক্যারিবীয় পেসার কেমার রোচ ৭৮ রানে ৫ উইকেট শিকার করেন।

৫৩১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৭২ রানে ৪ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। জন ক্যাম্পবেল ১৫, ত্যাগনারায়ণ চন্দরপল ৬, অলিক আথানাজে ৫ আর রস্টন চেজ ৪ রানে আউট হন।

এরপর দলের হাল ধরেন শাই হোপ ও জাস্টিন গ্রেভস। পঞ্চম উইকেটে তারা অবিচ্ছিন্ন থাকেন ১৪০ রানে। হোপ ১১৬ আর গ্রেভস ৫৫ রানে অপরাজিত রয়েছেন।

ওয়েস্ট ইন্ডিজের দৃঢ় লড়াই ম্যাচকে রোমাঞ্চকর করে তুলেছে, তবে জয় পেতে তাদেরকে শেষদিনে বিশ্বরেকর্ড গড়তে হবে।

দারুণ লড়ছে ক্যারিবীয়রা,পাহাড়সম লক্ষ্য,ক্রাইস্টচার্চ টেস্ট
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত