ঢাকা সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬, ২১ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

ভেন্যু ইস্যুতে বিসিবির প্রস্তাবে সাড়া দিয়েছে আইসিসি

ভেন্যু ইস্যুতে বিসিবির প্রস্তাবে সাড়া দিয়েছে আইসিসি

মোস্তাফিজ ইস্যুতে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। এ বিষয়ে বাংলাদেশের ম্যাচগুলো অন্য কোনো ভেন্যুতে আয়োজনের জন্য আইসিসিকে জানানো হয়। আর এই প্রস্তাবে সাড়া দিয়েছে আইসিসি।

রোববার (৪ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ক্রিকবাজ।

প্রতিবেদনে বলা হয়েছে, আইসিসি বাংলাদেশের ম্যাচগুলো সহ-আয়োজক দেশ শ্রীলঙ্কায় স্থানান্তর করতে আপত্তি করছে না। তবে এমন সিদ্ধান্ত এলে টুর্নামেন্টের সূচিতে কিছু পরিবর্তন আনতে হতে পারে, যা আগামী কয়েক দিনের মধ্যেই চূড়ান্ত করা সম্ভব।

আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ রয়েছে গ্রুপ ‘সি’তে। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি।

সূচি অনুযায়ী বাংলাদেশের সব ম্যাচই ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এর মধ্যে কলকাতার ইডেন গার্ডেন্সে তিনটি ম্যাচ এবং মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে একটি ম্যাচ নির্ধারিত ছিল।

এর আগে ঢাকায় জরুরি সভা করে বিসিবি সিদ্ধান্ত নেয় যে, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ জাতীয় দল ভারতে সফর করবে না। বিসিবির পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, ভারতে বাংলাদেশ দলের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে উদ্বেগ এবং বাংলাদেশ সরকারের পরামর্শ বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আবা/এসআর/২৫

ভেন্যু,আইসিসি,বিসিবি,প্রস্তাব
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত