অনলাইন সংস্করণ
২১:২৯, ২০ অক্টোবর, ২০২৫
জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আগে গত শুক্রবার সংসদ ভবনের গেট ভেঙে দক্ষিণ প্লাজার অনুষ্ঠানস্থলে প্রবেশ এবং পুলিশের সঙ্গে সংঘর্ষের জন্য ক্ষমা চেয়েছেন জুলাই যোদ্ধারা। সেদিনে ঘটনায় করা মামলা প্রত্যাহার এবং ভবিষ্যতে জটিলতা এড়াতে জুলাই যোদ্ধাদের পরিচয়পত্র (আইডি) দেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
জাতীয় সংসদের এলডি হলে সোমবার জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সভায় এসব দাবি জানান জুলাই যোদ্ধারা। কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সভায় জুলাই যোদ্ধারা জানান, তাদের অনেকেই স্বাস্থ্য কার্ড থাকা সত্ত্বেও গত কোরবানি ঈদের পর থেকে প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।