ঢাকা সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

বিসিএস কৃষি অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

বিসিএস কৃষি অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

অবসরপ্রাপ্ত বিসিএস (কৃষি) অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী ও নববর্ষ উপলক্ষে মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ এপ্রিল) রাজধানীর মানিক মিয়া এভিনিউতে বিএডিসির সেচ ভবনে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই ‘র প্রাক্তন মহাপরিচালক কৃষিবিদ হাসানুল হক পান্না।

অনুষ্ঠানের শুরুতে সংগঠনের মহাসচিব কৃষিবিদ আহমেদ আলী চৌধুরী ইকবাল উপস্থিত সকল সদস্যকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন। তিনি বিসিএস (কৃষি) ক্যাডারের অবহেলিত কর্মকর্তাদের দ্রুত পদোন্নতি এবং সংগঠনের জন্য একটি নিজস্ব অবসর ভবন স্থাপনের লক্ষ্যে সরকারিভাবে প্লট বরাদ্দের দাবি জানান।

সভায় বক্তারা অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের জন্য কারিগরি ভাতার কোর্ট নির্দেশ দ্রুত বাস্তবায়ন এবং অতীতে অনৈতিকভাবে কর্তনকৃত ভাতা ফেরত প্রদানের দাবি জানান।

পাশাপাশি, আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের আহ্বায়ক ড. মোঃ মফিজুর রহমান তিন দফা দাবির বিষয়ে বক্তৃতা করেন। তিনি বলেন—ক্যাডার যার মন্ত্রণালয় তার, উপসচিব ও তদূর্ধ্ব পদে কোটা পদ্ধতি বাতিল এবং সকল ক্যাডারের মধ্যে সমতা নিশ্চিত করতে হবে। এসব দাবিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে নিয়মতান্ত্রিক আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ড. মোঃ শহীদুল ইসলাম, কৃষিবিদ মোঃ মঞ্জুরুল হান্নান, কৃষিবিদ মোঃ গোলাম মোস্তফা, কৃষিবিদ সালেকুর রহমান মাসুম, কৃষিবিদ মোঃ আসাদুল্লাহ, কৃষিবিদ মোঃ রিফাতুল হোসাইন, কৃষিবিদ মোঃ হাফিজুর রহমান, কৃষিবিদ ড. এ কে এম নাজমুল হক লিটু, কৃষিবিদ মুহাম্মদ মাইদুর রহমান প্রমুখ।

সভাপতি সমাপনী বক্তব্যে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের কৃষিক্ষেত্রে অবদানের জন্য শ্রদ্ধা জানান এবং অনুষ্ঠানে সক্রিয় অংশগ্রহণের জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।

অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন,বিসিএস,কৃষি,ঈদ,পুনর্মিলনী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত