অনলাইন সংস্করণ
১১:২৭, ০৫ জুন, ২০২৫
আপনজনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে রাজধানী ছাড়ছে সাধারণ মানুষ। তুলনামূলক স্বস্তিতে বাড়ি পৌঁছাতে অনেকেই ভিড় করছেন কমলাপুর রেলস্টেশনে।
বৃহস্পতিবার (৫ জুন) রাজধানীর কমলাপুর রেলস্টেশনে দেখা গেছে মানুষের উপচে পড়া ভিড়।
প্রতিটি ট্রেন ছিল যাত্রী দিয়ে পরিপূর্ণ। অনেক ট্রেনের ছাদেও উঠতে দেখা গেছে মানুষকে। ট্রেনের দরজা ধরেও দাঁড়িয়ে থাকছেন কেউ কেউ।
যাত্রীদের অভিযোগ, সিট বা ধারণ ক্ষমতার অতিরিক্ত টিকিট বিক্রি করেছে অনলাইন ও স্ট্যান্ডিং হিসেবে। এতেই ভোগান্তির শিকার অসংখ্য মানুষ।
তবে ভিড় বেশি থাকলেও সময় মতোই ছেড়ে যাচ্ছে ট্রেন। তেমন কোন শিডিউল বিপর্যয় এখন পর্যন্ত হয়নি।