ঢাকা মঙ্গলবার, ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

দেবহাটায় তারুণ্যের উৎসবে শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরণ

দেবহাটায় তারুণ্যের উৎসবে শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরণ

সাতক্ষীরার দেবহাটায় তারুণ্যের উৎসব উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আসাদুজ্জামান মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছেন।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় উপজেলার বিভিন্ন স্কুলে আয়োজিত এ উৎসবে ইউএনও শিক্ষার্থীদের মাঝে এই উপহার বিতরণ করেন।

প্রথমে দেবহাটা সরকারি বিবিএমপি হাইস্কুলে আয়োজিত তারুণ্যের উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী তুলে দেন।

এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মদন মোহন পাল, সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলাম এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মুজাহিদ বিন ফিরোজসহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে উপজেলার শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত আরেকটি অনুষ্ঠানে ইউএনও মো. আসাদুজ্জামান শিক্ষার্থীদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেন। এ সময় নওয়াপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, স্কুলের প্রধান শিক্ষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

তারুণ্যের উৎসব
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত