ঢাকা মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনে শিক্ষার্থীদের আনন্দ মিছিল

বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনে শিক্ষার্থীদের আনন্দ মিছিল

জামালপুরে অবস্থিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করা হয়েছে। নতুন নামকরণে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা আনন্দ মিছিল করেছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সাবেক ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের নামে থাকা ১৩টি সরকারি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করেছে সরকার। তালিকাভুক্ত বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে জামালপুরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নামকরণ করা হয়।

অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদের ভেরিফায়েড পেজে এক স্ট্যাটাসে এ তথ্য জানানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রহল থেকে একটি আনন্দ মিছিল বের হয়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক ভবন অতিক্রম করে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে এসে একত্রিত হয়।

এসময় সিএসই চতুর্থ ব্যাচের শিক্ষার্থী ফাহাদ ইসলাম বলে, ফ্যাসিস্ট সরকার পতনের পর বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দেওয়া উল্লেখযোগ্য দাবির মধ্যে প্রথম দাবি ছিল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন। আমরা চাই আমাদের সব দাবি পূরণ হউক। জ্ঞানের পূর্ণতা রক্ষায় আধুনিক বিশ্ববিদ্যালয় রুপান্তর আমাদের আকাঙ্ক্ষা।

এছাড়াও, নাম পরিবর্তনের সাথে বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন গবেষণামূলক পরিবর্তন যেন হয় এই দাবি তুলে ধরেন সাধারণ শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়,নাম পরিবর্তন,আনন্দ মিছিল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত