ঢাকা ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ৬ ফাল্গুন ১৪৩১ | বেটা ভার্সন

শেরপুরে সেনাবাহিনীর অভিযানে মাদক সম্রাট সুমন গ্রেফতার

শেরপুরে সেনাবাহিনীর অভিযানে মাদক সম্রাট সুমন গ্রেফতার

শেরপুর জেলার সদর উপজেলার মুন্সীরচর গ্রামে সেনাবাহিনীর অভিযানে মাদক সম্রাট বাবুলের ছোট ভাই মোঃ সুমন রহমান (২২) গ্রেফতার হয়েছেন। বুধবার সকালে সেনাবাহিনীর শেরপুর ক্যাম্পের সদস্যরা দেশীয় অস্ত্রসহ তাকে আটক করে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সেনা গোয়েন্দাদের নেতৃত্বে ক্যাপ্টেন এন.এম নাহিয়ান এর নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় সুমনের ভাই মাদক সম্রাট মোঃ বাবুল পালিয়ে যায়। তবে সুমন রহমানকে আটক করে তল্লাশী চালানো হলে তার কাছ থেকে ৩টি দেশীয় ধারালো অস্ত্র, ৫টি মোবাইল ফোন এবং ২টি সিসি ক্যামেরা উদ্ধার করা হয়।

অভিযানের পর দুপুর ১২টায় সুমন রহমানকে শেরপুর সদর থানায় সোপর্দ করা হয়।

এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জুবায়দুল আলম নিশ্চিত করে বলেন, এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মাদক,গ্রেফতার,অভিযান
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত