সংবিধান সংস্কারের টেকসই বাস্তবায়নের জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে "সমঝোতা পরিষদ" গঠনের প্রয়োজনীয়তা তুলে ধরেছে রাষ্ট্র সংস্কার আন্দোলন। শনিবার (৭ ফেব্রুয়ারি) রংপুরের হোটেল ক্যাসপিয়ায় রাষ্ট্র সংস্কার আন্দোলন ও জুলাই ৩৬ ফোরাম-অপরাজেয় বাংলার উদ্যোগে "সমঝোতা ব্যতীত সংবিধান সংস্কার সম্ভব কি?" শীর্ষক সংলাপে এ প্রস্তাব উত্থাপন করা হয়।
সংলাপে সভাপতিত্ব করেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের রংপুর জেলা সমন্বয়ক অধ্যাপক চিনু কবির এবং সঞ্চালনায় ছিলেন বিভাগীয় সমন্বয়ক অ্যাডভোকেট রায়হান কবীর। মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের মিডিয়া ও প্রচার সমন্বয়ক সৈয়দ হাসিবউদ্দীন হোসেন।
তিনি বলেন, রাজনৈতিক দলগুলোকে অন্তর্বর্তীকালীন সরকারের অপেক্ষা না করে সমঝোতা পরিষদ গঠনের মাধ্যমে সংবিধান সংস্কার প্রক্রিয়া এগিয়ে নেওয়া উচিত।
সংলাপে অংশ নেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম, জুলাই ৩৬ ফোরামের আহ্বায়ক নাজীর শাহরন, বিএনপির রংপুর মহানগর শাখার আহ্বায়ক সামসুজ্জামান সামু, এবি পার্টির মহানগর আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুর রউফ, ইসলামী আন্দোলন চরমোনাই-এর জেলা সেক্রেটারি আমিরুজ্জামান পিয়াল, গণসংহতি আন্দোলনের রংপুর জেলা সমন্বয়ক তৌহিদুর রহমান, জেএসডি রংপুর মহানগরের সদস্য সচিব এবিএম মশিউর রহমান, নাগরিক ঐক্যের রংপুর জেলা আহ্বায়ক মাহি আজাদ, গণঅধিকার পরিষদের হানিফ খান সজিবসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, রাজনৈতিক দলগুলোর এখন আর অন্তর্বর্তীকালীন সরকারের ওপর দায়িত্ব চাপিয়ে নিষ্ক্রিয় থাকার সুযোগ নেই। বরং দলগুলোর উচিত নিজ উদ্যোগে সংবিধান সংস্কার প্রক্রিয়ায় নেতৃত্ব দেওয়া। বিএনপির মহানগর আহ্বায়ক সামসুজ্জামান সামু বলেন, "সংস্কার প্রশ্নে সিদ্ধান্ত নিতে হবে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমেই। তবে সকল পক্ষকে সঙ্গে নিয়ে সমঝোতা পরিষদ গঠনের বিষয়ে বিএনপির নৈতিক সমর্থন রয়েছে।"