ঢাকা বুধবার, ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

নিখোঁজ স্কুলশিক্ষার্থীর মরদেহ ২৩ দিন পর ডোবা থেকে উদ্ধার

নিখোঁজ স্কুলশিক্ষার্থীর মরদেহ ২৩ দিন পর ডোবা থেকে উদ্ধার

মুন্সীগঞ্জের সিরাজদিখানে নিখোঁজ স্কুলশিক্ষার্থী রোমান শেখের মরদেহ ২৩ দিন পর একটি ডোবা থেকে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করা হয়েছে। উত্তেজিত স্থানীয় জনতা ও সহপাঠীদের বিক্ষোভের কারণে পুলিশ মরদেহ উদ্ধারে বিলম্ব করে এবং পরে সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার কার্যক্রম চালায়।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে শ্রীনগর উপজেলার বীরতারা ইউনিয়নের ছয়গাঁও এলাকায় স্থানীয়রা একটি ডোবার কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে বস্তাবন্দি মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে উত্তেজিত জনতা রোমান শেখ নিখোঁজের মামলার আসামি সিয়াম ও তার বড় ভাই মানিক ব্যাপারীর বাড়ি ঘেরাও করে। একপর্যায়ে তারা ওই বাড়িতে ভাঙচুর চালিয়ে দেশীয় অস্ত্র উদ্ধার করে এবং ঘরের আসবাবপত্র বের করে আগুন ধরিয়ে দেয়।

সিরাজদিখান সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আ ন ম ইমরান খান জানান, গত ২১ জানুয়ারি বাবার ব্যাটারিচালিত ইজিবাইক নিয়ে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিল রোমান শেখ। এ ঘটনায় তার পরিবার সিরাজদিখান থানায় একটি অপহরণ মামলা দায়ের করে, যেখানে সিয়াম, তার বড় ভাই মানিকসহ তিনজনকে আসামি করা হয়। পরে পুলিশ তাদের গ্রেপ্তার করে এবং রোমানের ব্যবহৃত ইজিবাইক উদ্ধার করে। আসামিদের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়েছে।

পুলিশ জানায়, সহপাঠীদের বিক্ষোভের কারণে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় তারা সময়মতো ঘটনাস্থলে পৌঁছাতে পারেননি। পরে দুপুর ১টার দিকে সেনাবাহিনীর সহায়তায় মরদেহ উদ্ধার করা হয়।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকির আহাম্মেদ জানান, মরদেহটি অনেকদিন আগের হওয়ায় তা পচে গেছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। মরদেহ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় উত্তেজিত জনতা বুধবার (৭ ফেব্রুয়ারি) নিখোঁজ রোমানের সন্ধানের দাবিতে মানববন্ধন শেষে সিরাজদিখান থানায় অতর্কিত হামলা চালিয়ে ভাঙচুর করে। পুলিশের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উদ্ধার,মরদেহ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত