সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বিন্নাবাড়ি গ্রামের কৃষক আলম প্রামানিকের বাড়িতে এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ৭টি বসতঘরসহ নগদ টাকা, স্বর্ণালংকার পুড়ে ছাই হয়ে গেছে। এতে ওই কৃষকের প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উক্ত কৃষকের বসত ঘরে শুক্রবার রাতে বিদ্যুতের শর্টসার্কিট থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। মুহ‚র্তের মধ্যে এ আগুনের লেলিহান ছড়িয়ে পাশের বাড়িতেও আগুন লেগে যায়।
স্থানীয় ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনলেও ৭ টি বসত ঘর ও নগদ ২ লাখ টাকাসহ স্বর্ণালংকার, ৫টি ছাগল, হাঁস মুরগী, আসবাবপত্রসহ ঘরের মালামাল পুড়ে যায়। এ ঘটনায় উল্লেখিত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং ক্ষতিগ্রস্থ পরিবার এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। এদিকে ক্ষতিগ্রস্ত পরিবারকে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিক সহায়তা দেয়া হবে বলে জানা গেছে ।