রাজবাড়ীতে মাছরাঙ্গা টেলিভিশনের জেলা প্রতিনিধি ইমরান হোসেন মনিমের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও দোষীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাজবাড়ী জেলা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে রাজবাড়ী প্রেস ক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলার গণমাধ্যম কর্মীদের বিভিন্ন সংগঠনসহ জেলা ও উপজেলায় কর্মরত গণমাধ্যম কর্মীরা অংশগ্রহণ করেন।
সমাবেশে সভাপতিত্ব করেন রাজবাড়ী জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি লিটন চক্রবর্তী। এবং বক্তব্য দেন, রাজবাড়ী প্রেসক্লাবের সাবেক সভাপতি, চ্যানেল আই এর রাজবাড়ী প্রতিনিধি ও দৈনিক রাজবাড়ী কণ্ঠের সম্পাদক খান মোহাম্মদ জহুরুল হক, বাসস ও ডেইলি অবজারভারের এর রাজবাড়ী প্রতিনিধি মোশাররফ হোসেন, একুশে টেলিভিশন ও দৈনিক কালেরকন্ঠের প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন, রাজবাড়ী জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সমকাল প্রতিনিধি সৌমিত্র শীল চন্দন, চ্যানেল ২৪ টেলিভিশন প্রতিনিধি সুমন বিশ্বাস, বৈশাখী টেলিভিশনের প্রতিনিধি আজু শিকদার, ৭১ টেলিভিশনের প্রতিনিধি মেহেদী হাসান, যমুনা টেলিভিশনের প্রতিনিধি রুবেলুর রহমান, বিজয় টিভির প্রতিনিধি আলী আল মামুন, যায়যায়দিন পত্রিকার পাংশা প্রতিনিধি মাসুদ রেজা শিশির, দৈনিক চিত্রের কালুখালী প্রতিনিধি শহিদুল ইসলাম, আমার দেশের কালুখালী প্রতিনিধি ফজলুল হক প্রমুখ।
এছাড়াও জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের শতাধিক কর্মীরা এ মানববন্ধনে অংশগ্রহণ করেন
এসময় বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে ভিডিও ধারণ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন মাছরাঙ্গা টিভির জেলা প্রতিনিধি ইমরান হোসেন মনিম। কিন্তু ঘটনার আজ ৮ দিন পেরিয়ে গেলেও পুলিশ এখনো কোনো সন্ত্রাসীকে আটক করতে পারেনি। তারা দোষী সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান এবং অবিলম্বে দোষীদের গ্রেপ্তার না করা হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করার হুঁশিয়ারি দেন।
উল্লেখ্য, গত সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ে পাকুরিয়া বালু মহালের ইজারা নিয়ে দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ সময় মাছরাঙ্গা টিভির জেলা প্রতিনিধি ইমরান হোসেন মনিম ভিডিও ধারণ করতে গেলে সন্ত্রাসীরা তাকে কুপিয়ে ও মারধর করে গুরুতর আহত করে। ঘটনার পর রাতেই ইমরান হোসেন মনিম রাজবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তবে এখন পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার হয়নি।