রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে পুনরায় ইটভাটা চালু করায় তিনটি ইটভাটার মালিকদের মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তারের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এই অভিযানে এমএমসি, কেবিএম ও ফাইভ স্টার ইটভাটার মালিকদের ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
পরিবেশগত ছাড়পত্র ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়া ইটভাটা পরিচালনার দায়ে হাইকোর্ট এসব ইটভাটার কার্যক্রমে নিষেধাজ্ঞা জারি করেছিল। কিন্তু নিষেধাজ্ঞা উপেক্ষা করে পুনরায় কার্যক্রম চালু করায় এই জরিমানা করা হয়।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তার বলেন, "পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘন করে পরিচালিত কোনো ইটভাটাকে ছাড় দেওয়া হবে না। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।"