ঢাকা বুধবার, ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

তারুণ্যের উৎসব ম্যারাথনে চ্যাম্পিয়ন আশরাফুল, ফেরদৌস ও মিথুইচিং

তারুণ্যের উৎসব ম্যারাথনে চ্যাম্পিয়ন আশরাফুল, ফেরদৌস ও মিথুইচিং

রাঙামাটিতে তারুণ্যের উৎসবের শেষ দিনে আয়োজিত মিনি ম্যারাথন সফলভাবে সম্পন্ন হয়েছে। রাঙামাটি সদরের বরাদম আইলাভ পয়েন্ট থেকে শুরু হয়ে রাঙামাটি স্টেডিয়াম পর্যন্ত প্রাকৃতিক সৌন্দ‌র্য্যের দীর্ঘ ১২ কিলোমিটার পথ পাড়ি দেন প্রতিযোগীরা।

এবারের তারুণ্যের উৎসব ম্যারাথন দৌড়ে বিভিন্ন ক্যাটাগরিতে সেরা হয়েছেন আশরাফুল আলম, এস আই এম ফেরদৌস আলম ও মেথুইচিং মারমা।

বৃহস্প‌তিবার ( ২০ ফেব্রুয়ারি) সকা‌লে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিভিন্ন বয়স ও লিঙ্গভিত্তিক ক্যাটাগরিতে প্রতিযোগীরা অংশগ্রহণ করেন। অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আ‌মিন এ প্রতি‌যো‌গিতার শুভ উদ্বোধন ক‌রেন।

জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় সার্বিক সহযোগিতা করে জেলা ক্রীড়া সংস্থা।

পুরুষ অনূর্ধ্ব-৪০ বিভাগে সবচেয়ে কম সময়ে দৌড় শেষ করে চ্যাম্পিয়ন হয়েছেন আশরাফুল আলম, যিনি মাত্র ৪৩ মিনিটে নির্ধারিত পথ অতিক্রম করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আব্দুল্লাহ আল নোমান (৪৮ মিনিট) ও মো: শাহিন ইসলাম (৪৮:৩০ মিনিট)।

বয়সভিত্তিক ৪০+ ক্যাটাগরিতে এস আই এম ফেরদৌস আলম ৫৬ মিনিটে দৌড় শেষ করে প্রথম স্থান অর্জন করেন। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেন যথাক্রমে তাপস চাকমা (১ ঘণ্টা ১৬ মিনিট) ও কৃষ্ণ কুমার চাকমা (১ ঘণ্টা ১৭ মিনিট)।

নারী প্রতিযোগীদের মধ্যে মেথুইচিং মারমা ১ ঘণ্টা ৫ মিনিটে ম্যারাথন শেষ করে চ্যাম্পিয়ন হন। তার পরপরই পাইনুমা মারমা (১ ঘণ্টা ৬ মিনিট) ও মেচিংনু মারমা (১ ঘণ্টা ৭ মিনিট) দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেন।

প্রতিযোগিতা শেষে জেলা প্রশাসনের এম আব্দুল আলী মঞ্চে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, অ‌তি‌রি‌ক্তি জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমীন, জোন কমান্ডার লে. কর্নেল জুনাইদ উদ্দিন শাহ চৌধুরী, জেলা বিএন‌পির সভাপ‌তি দীপন তালুকদার, সাধারণ সম্পাদক এ্যাড. মামুনুর র‌শিদ মামুন, জেলা জামায়া‌তের আ‌মির আব্দুল আ‌লিমসহ স্থানীয় রাজনৈতিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ।

জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ ব‌লেন, এই আয়োজনের মাধ্যমে জেলার তরুণদের ক্রীড়া চর্চায় উদ্বুদ্ধ করতে পেরেছি, যা আমাদের জন্য অত্যন্ত আনন্দের। ‘তারুণ্যের উৎসবের’ অংশ হিসেবে আয়োজিত এই ম্যারাথনের মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে ক্রীড়ার প্রতি আগ্রহ বাড়বে বলে আশা কর‌ছি।

তারুণ্য উৎসব ম্যারাথনে চ্যাম্পিয়ন আশরাফুল, ফেরদৌস ও মেথুইচিং,তারুণ্যের উৎসব,ম্যারাথন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত