ঢাকা রোববার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে বিএনপি জয়লাভ করবে: টুকু

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে বিএনপি জয়লাভ করবে: টুকু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, "সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি জয়লাভ করবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বেই নির্বাচন হবে।"

রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন মুক্তির সোপানে 'আমরা বিএনপি পরিবার' আয়োজিত জুলাই-আগস্ট ২০২৪ ছাত্র জনতার আন্দোলনে শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

টুকু বলেন, "তারেক রহমান নতুন রাজনীতি সৃষ্টি করেছেন এবং তিনিই বাংলাদেশের মানুষের কাছে জননন্দিত নেতা। তিনি বীরের বেশে দেশে ফিরবেন। হাজার নির্যাতন, হামলা-মামলার মধ্যেও বিএনপি পিছিয়ে যায়নি।"

তিনি আরও বলেন, "সংস্কারের কথা বলা হচ্ছে, কিন্তু আমাদের ৩১ দফায় স্পষ্ট উল্লেখ রয়েছে—একজন ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য আনা হবে। এর চেয়ে বড় সংস্কার আর কী হতে পারে?"

তিনি আরও বলেন, "৭২-এর সংবিধানে ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিষিদ্ধ ছিল, কিন্তু জিয়াউর রহমান সেই নিষেধাজ্ঞা তুলে দিয়ে সকল দলের জন্য রাজনীতি উন্মুক্ত করেছেন। অথচ এখন তার পরিবারতন্ত্র নিয়ে সমালোচনা করা হচ্ছে। জনগণ চায় জিয়াউর রহমানের পরিবার নেতৃত্বে থাকুক, যারা ১৬ বছর রাজপথে লড়াই করেছে, তারাই বিএনপির নেতৃত্বে আসবে।"

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি রুমানা মাহমুদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কনকচাঁপা, সাবেক ডিআইজি আবু সাইদ খান, নাজমুল হাসান প্রমুখ।

সভা শেষে ১১ জন শহীদ পরিবার এবং ১ আহত পরিবারের মাঝে নগদ ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

বিএনপি,নির্বাচন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত