সিরাজগঞ্জে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে ‘তরুণদের দেশ গড়ার অঙ্গীকার, জনসেবায় স্থানীয় সরকার’ স্লোগানকে সামনে রেখে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
জেলা প্রশাসনের আয়োজনে এ শোভাযাত্রার উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসনের হলরুমে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক কামরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী আফসানা ইয়াসমিন, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলাম, সিনিয়র সহকারী প্রকৌশলী ইসমাইল হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, স্থানীয় সরকার শক্তিশালী হলে জনগণ অধিকতর সেবা পাবে এবং এ বিভাগের সেবায় গ্রামাঞ্চলের রাস্তাঘাট উন্নয়ন দ্রুত হবে। এজন্য স্থানীয় সরকারের সুযোগ-সুবিধা যেন জনসাধারণ নিশ্চিতভাবে পায়, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।