ঢাকা মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

বেরোবিতে গবেষণা প্রবন্ধ জালিয়াতির অভিযোগ, তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন

বেরোবিতে গবেষণা প্রবন্ধ জালিয়াতির অভিযোগ, তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর ড. আবু রেজা মোঃ তৌফিকুল ইসলামসহ কয়েকজন শিক্ষার্থীর গবেষণা প্রবন্ধে জালিয়াতির অভিযোগ ওঠার পর বিষয়টি তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলীর নির্দেশে রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর-রশিদ স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এই তদন্ত কমিটি গঠন করা হয়।

গণিত বিভাগের প্রফেসর ড. মোঃ তাজুল ইসলামকে কমিটির আহ্বায়ক, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোঃ মিজানুর রহমানকে সদস্য এবং পদার্থবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মোঃ কামরুজ্জামানকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক (জনসংযোগ) মোঃ এহতেরামুল হক এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে জানান, বিশ্ববিদ্যালয়ের সুনাম ও একাডেমিক মান রক্ষায় এই অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কমিটিকে নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, সম্প্রতি বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে বেরোবির এক প্রফেসর ও কয়েকজন শিক্ষার্থীর গবেষণা প্রবন্ধে জালিয়াতির অভিযোগ উঠে আসে। বিষয়টি নিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।

জালিয়াতি,গবেষণা,বেরোবি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত