
কক্সবাজারের নয় থানায় নবনিযুক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) সঙ্গে জেলা পুলিশের কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে নবাগত পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় থানার সার্বিক কার্যক্রমের গতি বৃদ্ধি, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনবান্ধব পুলিশিং নিশ্চিতকরণ বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন নবাগত পুলিশ সুপার।
এসময় তিনি নবনিযুক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তাদের দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা ও সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে জনগণের সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান।
উক্ত সভায় উপস্থিত ছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাজমুস সাকিব খান পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ সামীম কবীর, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাসসহ জেলার অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।