রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলার আসামি, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদ হাসান সাদ্দামকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে রংপুর নগরীর স্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার সাদ্দাম নগরীর আলম নগর বাবু পাড়ার বাসিন্দা, মৃত ধলু মিয়ার ছেলে।
রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মজিদ আলী জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে স্টেশন এলাকা থেকে সাদ্দামকে গ্রেফতার করে। গ্রেফতারের সময় তার কাছ থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, সাদ্দাম নিষিদ্ধ সংগঠন রংপুর ছাত্রলীগের সাবেক উপপ্রচার সম্পাদক এবং বর্তমান জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে নিহত মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলার আসামি তিনি।
ঘটনার দিন সাদ্দামকে প্রকাশ্যে অস্ত্র হাতে হামলায় অংশ নিতে দেখা যায়, যার ছবি পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।
মাহমুদুল হাসান মুন্না নিহতের ঘটনায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, তার পুত্রসহ মোট ১২৮ জনকে আসামি করে গত বছরের ২৯ আগস্ট রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন নিহত মুন্নার বাবা।