ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

মিঠাপুকুরে চোর সন্দেহে পিটিয়ে হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

মিঠাপুকুরে চোর সন্দেহে পিটিয়ে হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

রংপুরের মিঠাপুকুরে মোটরসাইকেল চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলার প্রধান অভিযুক্ত হাফিজুর রহমান (৫৫)–কে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৩।

সোমবার (৮ ডিসেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১৩–এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী।

গ্রেপ্তার হওয়া হাফিজুর রহমান রংপুরের পীরগঞ্জ উপজেলার জলাইডাংগা পশ্চিমপাড়া এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে।

র‌্যাব জানায়, নিহত সোহেল রানা (২৮) একজন ট্রাক্টরচালক। তাকে মোটরসাইকেল চোর সন্দেহ করে আটক করার পরিকল্পনা করেন হাফিজুর রহমান। পরিকল্পনা অনুযায়ী গত ২৭ অক্টোবর কয়েকজন সহযোগীকে নিয়ে সোহেল রানাকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে অজ্ঞাতনামা একটি চা-বিস্কুটের দোকানের সামনে নিয়ে যাওয়া হয়।

সেখানে চোর সন্দেহে তাকে আটক রেখে হাত-পা রশি দিয়ে শক্ত করে বেঁধে লাঠি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে গুরুতর রক্তাক্ত জখম করা হয়। এমনকি হত্যার উদ্দেশ্যে তার দু’পায়ের হাঁটুর নিচে বৈদ্যুতিক শক দেওয়া হয়। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

এদিকে সোহেল রানা বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজ নিতে থাকেন।

অন্যদিকে, মুক্তিপণের দাবিতে একশ টাকা মূল্যের তিনটি অলিখিত সাদা নন-জুডিশিয়াল স্ট্যাম্পে তার স্বাক্ষর আদায় করে গুরুতর আহত অবস্থায় তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার প্রস্তুতির সময়ই নিজ বাড়িতে তার মৃত্যু হয়।

ঘটনার পর নিহতের বাবা মিঠাপুকুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকে র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনী আসামিদের গ্রেফতারে তৎপরতা চালায়। ৭ ডিসেম্বর রাতে র‌্যাব-৪ ও র‌্যাব-১৩–এর যৌথ দল ঢাকার পল্লবী থানার মাটিকাটা রোডের সিরাজ আমেনা অটোমোবাইল সলিউশন-এর সামনে অভিযান চালিয়ে হাফিজুর রহমানকে গ্রেপ্তার করে।

র‌্যাব–১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী জানান, গ্রেফতার হাফিজুর রহমানকে মিঠাপুকুর থানায় হস্তান্তর করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

প্রধান আসামি গ্রেপ্তার,চোর সন্দেহে পিটিয়ে হত্যা,মিঠাপুকুর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত