ঢাকা শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

প্রতিদিন ২০০ মানুষকে ইফতার করান ক্রিকেটার বীথি

প্রতিদিন ২০০ মানুষকে ইফতার করান ক্রিকেটার বীথি

পবিত্র রমজানে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন রংপুরের সাবেক নারী ক্রিকেটার আরিফা জাহান বীথি। পুরো রমজান মাসজুড়ে প্রতিদিন দুই শতাধিক রোজাদারকে বিনামূল্যে ইফতার করানোর উদ্যোগ নিয়েছেন তিনি।

গতকাল (শনিবার) নগরীর স্টেশন পাটবাড়ি ও খেড়বাড়ি এলাকায় দুস্থ, এতিম, বৃদ্ধ ও কর্মহীন দুই শতাধিক রোজাদারকে ইফতার করায় বীথির প্রতিষ্ঠান "উইমেন্স ড্রিমার ক্রিকেট একাডেমি অ্যান্ড হিউম্যানিটি ফাউন্ডেশন"। এর আগের দিন বদরগঞ্জে আড়াই শতাধিক অসহায় ব্যক্তির জন্য ইফতারের আয়োজন করা হয়।

রোজার প্রথম দিন থেকেই শুরু হওয়া এই কার্যক্রম চলবে পুরো রমজান মাসজুড়ে। এ পর্যন্ত বদরগঞ্জ, হারাগাছ ও রংপুর নগরের বিভিন্ন এলাকায় ইফতার বিতরণ করা হয়েছে। বীথির লক্ষ্য, পুরো রমজানে ছয় হাজার রোজাদারকে ইফতার করানো।

সাবেক এই নারী ক্রিকেটার তার উদ্যোগের কথা ফেসবুকে জানানোর পর অনেক হৃদয়বান ব্যক্তি এগিয়ে এসেছেন। এতে ইফতার কার্যক্রমের পরিধি আরও বৃদ্ধি পাচ্ছে। বীথি জানান, প্রতিদিন ২০০ জনের ইফতারে খরচ হচ্ছে ১০ হাজার টাকা, যা এক মাসে দাঁড়াবে তিন লাখ টাকায়। প্রতিটি ইফতার প্যাকেটের মূল্য পড়ছে ৮০ টাকা।

২০১০ থেকে ২০১৭ সাল পর্যন্ত ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম বিভাগ ক্রিকেটে খেলেছেন আরিফা জাহান বীথি। কিন্তু ২০১৭ সালে অসুস্থতার কারণে চিকিৎসকের পরামর্শে ক্রিকেট ছাড়তে বাধ্য হন। তবে ক্রিকেটের প্রতি ভালোবাসা থেকে ২০১৯ সালে রংপুর জেলা স্টেডিয়ামে নারীদের জন্য "উইমেন্স ড্রিমার ক্রিকেট একাডেমি" প্রতিষ্ঠা করেন। বর্তমানে সেখানে শতাধিক নারী ক্রিকেটারকে বিনামূল্যে প্রশিক্ষণ দিচ্ছেন।

ইফতার,বীথি,ক্রিকেটার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত