ঢাকা বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে স্কুল ছাত্রীর মৃত্যু

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে স্কুল ছাত্রীর মৃত্যু

শেরপুর জেলা সদরের পৌরসভার চাপাতলী এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশায় ওড়না পেঁচিয়ে মিম আক্তার (১৩) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১১মার্চ) বিকেলে সেকান্দার আলী কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিম চরশেরপুর পূর্ব পাড়া গ্রামের মৃত মিষ্টার আলীর ছোট মেয়ে এবং স্থানীয় স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী বলে জানা গেছে।

নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মৃত মিমের পিতা মিস্টার আলী গত দশ দিন আগে প্রথম রোজার দিন মারা যায়। ১০ দিনের ব্যবধানে একই পরিবারের দুই জনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পরিবারের সদস্যরা জানায়, শেরপুর শহর থেকে ফেরার পথে পৌরসভার চাপাতলী এলাকায় সেকান্দার আলী কলেজের সামনে অটোরিকশা আরোহী স্কুল ছাত্রীর নিজের গায়ের ওড়না অটো রিকশার চাকায় পেঁচিয়ে গিয়ে ছিটকে রাস্তায় পরে যায়। ওই সময় গলায় ফাঁস লেগে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা স্বীকার করে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবাইদুল আলম জানান, এ ঘটনার পর মেয়েটির স্বজনরা মৃতের লাশ হাসপাতাল থেকে নিজ বাড়িতে নিয়ে যায়। এ বিষয়ে আমরা খোঁজ খবর নিয়ে যথাযথ ব্যবস্থা নিচ্ছি।

চাকায় ওড়না,স্কুল ছাত্রীর মৃত্যু
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত