ঢাকা বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

চাঁদপুরে চিকিৎসক-শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

চাঁদপুরে চিকিৎসক-শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

ম্যাটস ও ডিএমএফ ইস্যুতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের হঠকারী সিদ্ধান্ত বাতিলসহ পাঁচ দফা দাবিতে চাঁদপুরে চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করেছেন।

কর্মসূচির অংশ হিসেবে বুধবার (১২ মার্চ) বেলা সাড়ে ১১টায় চাঁদপুর প্রেসক্লাবের সামনে তারা আউটডোর সেবা বন্ধ রেখে প্রতিবাদ জানান।

কর্মসূচিতে বক্তারা বলেন, "ম্যাটস ও ডিএমএফ ইস্যুতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত বাতিল করতে হবে। এমবিবিএস ও বিডিএস ব্যতীত কেউ ‘ডাক্তার’ লিখতে পারবে না। চিকিৎসকদের জন্য সুরক্ষা আইন বাস্তবায়ন ও শূন্য পদে দ্রুত চিকিৎসক নিয়োগ দিতে হবে।”

তারা আরও বলেন, দেশের স্বাস্থ্যব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে ম্যাটস ও ডিএমএফ বন্ধ করতে হবে এবং ওটিসি ওষুধ নবায়ন করতে হবে।

এদিকে, কর্মসূচির কারণে আউটডোর সেবা বন্ধ থাকায় চিকিৎসা নিতে আসা রোগীরা দুর্ভোগে পড়েন। চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের চিকিৎসক, চাঁদপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক, ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল কলেজের শিক্ষার্থীরা ব্যানার নিয়ে এ কর্মসূচিতে অংশ নেন।

কর্মসূচি,শিক্ষার্থী,চিকিৎসক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত