নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়নের চেয়ারম্যান পদ পুনরায় ফিরে পেলেন অধ্যক্ষ সুজাউদ্দৌলা লিপ্টন।
হাইকোর্টের নির্দেশে নীলফামারী জেলা প্রশাসক (স্থানীয় সরকার শাখা) কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপনের বিরুদ্ধে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
অধ্যক্ষ লিপ্টন রোববার (২৭ এপ্রিল) সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
এর আগে বাহাগিলী ইউনিয়নের ১০ জন ইউপি সদস্য চেয়ারম্যানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে অনাস্থা প্রস্তাব আনেন। এই অনাস্থা প্রস্তাবের পরিপ্রেক্ষিতে, ২৫ মার্চ নীলফামারী জেলা প্রশাসক (স্থানীয় সরকার শাখা) কর্তৃক জারি করা এক প্রজ্ঞাপনে কিশোরগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার জাকির হোসেনকে বাহাগিলী ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ করা হয়।
অধ্যক্ষ লিপ্টন এ বিষয়ে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করলে, হাইকোর্ট শুনানিতে প্রজ্ঞাপনটি স্থগিত করে লিপ্টনকে পুনরায় চেয়ারম্যানের দায়িত্ব প্রদান করার নির্দেশ দেয়।