অনলাইন সংস্করণ
১৬:৪৫, ০৮ ডিসেম্বর, ২০২৫
বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মেহেদী হাসান (ফারুক) সোমবার গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও শাকপুরা দারুচ্ছন্নাত কামিল মাদ্রাসার পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা ইসলাম।
ইউএনও একাডেমিক কার্যক্রম, চলমান বার্ষিক পরীক্ষা কেন্দ্রের সার্বিক পরিবেশ এবং শিক্ষাবান্ধব পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সৃজনশীলতার প্রতি আরও মনোযোগী হওয়ার পরামর্শ দেন।
এ ছাড়া বিদ্যালয় ও মাদ্রাসা কর্তৃপক্ষকে ক্যাম্পাস পরিচ্ছন্ন, নিরাপদ এবং আরও শিক্ষাবান্ধব পরিবেশে গড়ে তোলার নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনের অংশ হিসেবে তিনি আসন্ন নির্বাচনী কেন্দ্রসমূহও সরেজমিনে ঘুরে দেখেন এবং শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
ইউএনও বলেন, শিক্ষার্থী, শিক্ষক এবং স্থানীয় সবার আন্তরিক সহযোগিতায় উন্নত, সুন্দর ও সমৃদ্ধ বোয়ালখালী গড়ে তোলা সম্ভব। এ লক্ষ্যে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে যেতে হবে।