ঢাকা রোববার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

নীলফামারী জেলা প্রশাসকের উদ্যোগে রক্ত দাতা ও গ্রহীতাদের ডিজিটাল প্লাটফর্ম এর উদ্বোধন

নীলফামারী জেলা প্রশাসকের উদ্যোগে রক্ত দাতা ও গ্রহীতাদের ডিজিটাল প্লাটফর্ম এর উদ্বোধন

নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের উদ্যোগে ২৭ এপ্রিল রবিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রক্ত দাতা ও গ্রহীতাদের জন্য ডিজিটাল প্ল্যাটফর্ম "হিমোগ্লোবিন" এর শুভ উদ্বোধন ঘোষণা করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, "মানবতার শ্রেষ্ঠ দান, রক্ত দিয়ে বাঁচাই প্রাণ" এই মূলমন্ত্রকে ধারণ করেই 'হিমোগ্লোবিন' নামক ডিজিটাল রক্তদান প্ল্যাটফর্মটির উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও জানান, এই প্ল্যাটফর্মটি নীলফামারী জেলার মানুষের জন্য সহজ, দ্রুত ও কার্যকর রক্ত সেবা নিশ্চিত করতে সহায়তা করবে।

এটি জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের ব্যক্তিগত উদ্যোগ ও ঐকান্তিক প্রচেষ্টার ফল, এবং জেলা প্রশাসনের একটি টিম নিয়মিতভাবে এর কার্যক্রম পরিচালনা করছে। সিভিল সার্জন কার্যালয় রক্তের গ্রুপ নির্ধারণ এবং ভলান্টিয়ারদের প্রশিক্ষণ প্রদান করছে, এবং বাংলাদেশ স্কাউটস, নীলফামারী জেলা তাদের সদস্যদের মাধ্যমে এই মহৎ উদ্যোগকে এগিয়ে নিয়ে যাচ্ছে।

প্ল্যাটফর্মটির ভিশন হলো একটি সুসংগঠিত ও প্রযুক্তিনির্ভর রক্তদান নেটওয়ার্ক তৈরি করা, যাতে সকলের রক্তের গ্রুপ নির্ধারণ এবং সম্ভাব্য রক্তদাতাদের একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম তৈরি করা সম্ভব হয়। এছাড়া, যেসকল ছাত্র-ছাত্রী ব্লাড গ্রুপ নির্ধারণ করেননি, তাদেরকে ক্যাম্পেইনিং এর মাধ্যমে সহায়তা করা হবে।

প্ল্যাটফর্মটি www.hemoglobin-nil.com ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করার মাধ্যমে ব্যবহারকারীরা মোবাইল নম্বর ও জন্মতারিখ দিয়ে লগ-ইন করতে পারবেন এবং জরুরি প্রয়োজনের সময় ব্লাড গ্রুপ, উপজেলা ও ইউনিয়ন দিয়ে ফিল্টার করে নিকটবর্তী রক্তদাতাদের সন্ধান করতে পারবেন এবং মোবাইল নম্বরের মাধ্যমে তাদের সাথে দ্রুত যোগাযোগ করতে পারবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুস সামাদ শিকদার, অতিরিক্ত পুলিশ সুপার মোহসীন, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার মো. হাফিজুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ মলি আক্তার এবং জেলার বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

জেলা প্রশাসক,রক্ত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত