ঢাকা শনিবার, ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

বাঁচতে চায় রংপুরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বাঁধন, সাহায্যের আবেদন

বাঁচতে চায় রংপুরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বাঁধন, সাহায্যের আবেদন

বিরল ও প্রাণঘাতী জিবিএস (Guillain–Barré syndrome) ভাইরাসে আক্রান্ত রংপুরের তরুণ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার মাহবুব হাসান বাঁধনের চিকিৎসা সহায়তার আবেদন জানিয়ে রংপুরে মানবিক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর ১২টায় নগরীর একটি কমিউনিটি সেন্টারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন বাঁধনের পরিবার।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাঁধনের ছোট ভাই আল হোসাইন বিজয়। তিনি জানান, বাঁধন বর্তমানে ঢামেক হাসপাতালের আইসিইউর ৭ নম্বর বেডে চিকিৎসাধীন অবস্থায় আছেন। জিবিএস ভাইরাসে আক্রান্ত হওয়ার পর তার শরীর ও মস্তিষ্ক প্রায় প্যারালাইজড হয়ে পড়েছে। ভাইরাসটি এমন একটি বিরল রোগ যা শরীরের নিজস্ব অ্যান্টিবডিকে শরীরের বিরুদ্ধেই কাজ করতে বাধ্য করে এবং ধীরে ধীরে সম্পূর্ণ পক্ষাঘাতগ্রস্ত করে তোলে।

বিজয় বলেন, “আমার ভাইয়ের চিকিৎসার জন্য প্রতিদিন প্রয়োজন হয় ৮টি ইনজেকশন, যার একদিনের খরচ প্রায় ১ লাখ ১৮ হাজার টাকা। পুরো চিকিৎসার ব্যয় দাঁড়াতে পারে প্রায় ২০ লাখ টাকার মতো। আমাদের পরিবারের পক্ষে এ ব্যয় বহন করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।”

তিনি আরও জানান, তাদের বাবা আনোয়ার হোসেন শিশির একজন বেসরকারি চাকরিজীবী এবং একসময় সাংবাদিকতা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। তার সীমিত আয়ে পাঁচ সদস্যের সংসার চলে, সেখানে এত বড় চিকিৎসা ব্যয় সম্ভব নয়।

সংবাদ সম্মেলনে বাঁধনের মা মেরিনা বেগম, জামাতা চমক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি আহসান হাবীব, আমির আহমেদ, রিফাত ইসলাম, রিয়াজুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।

বাঁধনের চিকিৎসায় সহায়তার জন্য দেশের সকল সহৃদয়বান ব্যক্তি, সরকারি-বেসরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও সমাজের বিত্তবানদের প্রতি অনুরোধ জানানো হয়।

আর্থিক সাহায্য পাঠানোর জন্য প্রয়োজনীয় তথ্যঃ ব্যাংক হিসাব নাম্বার- ০২০০০২৩৫৬৯৮৪৫ (অগ্রনী ব্যাংক, সেন্ট্রাল রোড শাখা, রংপুর) বিকাশ অথবা নগদ নাম্বার-০১৭৫১-৩৫১৫৭০ , যেকোন তথ্যের জন্যঃ ০১৭৫১-৩৫১৫৭০ (বিজয়, বাঁধন এর ছোট ভাই) প্রদান করেন।

বাধন,সাহায্য
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত