ঢাকা সোমবার, ৩০ জুন ২০২৫, ১৬ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ

রাজবাড়ীতে কৃষক লীগ নেতা গ্রেপ্তার

রাজবাড়ীতে কৃষক লীগ নেতা গ্রেপ্তার

রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ ও বোমা হামলার ঘটনায় দায়ের করা মামলায় আল মামুন আরজু (৪৯) নামে কৃষক লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৪ মে) বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুর রহমান। এর আগে, শুক্রবার (২৩ মে) দিবাগত রাত সোয়া ৯টার দিকে সদর উপজেলার রায়নগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আল মামুন আরজু রাজবাড়ী সদর উপজেলার কাজীবাধা গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে এবং রাজবাড়ী সদর উপজেলা কৃষক লীগের সভাপতি।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বছরের ১৮ জুলাই বিকেলে কোটা সংস্কারের দাবিতে শহরের বড়পুল মোড়ে অবস্থান নেন শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা। এ সময় একটি রাজনৈতিক দলের নেতা-কর্মীরা দেশীয় অস্ত্র, আগ্নেয়াস্ত্র ও বোমা নিয়ে আন্দোলনকারীদের ওপর অতর্কিত হামলা চালান। আন্দোলনকারীদের হত্যার উদ্দেশ্যে বোমা নিক্ষেপ ও গুলিবর্ষণ করা হয়। হামলায় বেশ কয়েকজন গুরুতর আহত হন।

ঘটনার এক মাস পর, ৩০ আগস্ট শিক্ষার্থী রাজিব মোল্লা বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করেন। মামলায় রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীসহ ১৭০ জনের নাম উল্লেখ করা হয়। অজ্ঞাতনামা আরও প্রায় ৩০০ জনকেও আসামি করা হয়।

সদর থানার ওসি মো. মাহমুদুর রহমান জানান, মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে কৃষক লীগ নেতা আল মামুন আরজুকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

কৃষক লীগ,গ্রেপ্তার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত