ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে হোটেল কর্মচারীকে হত্যা

সিরাজগঞ্জে হোটেল কর্মচারীকে হত্যা

সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় হোটেল কর্মচারী আরাফাত হোসেনকে (৪০) মাথা থেঁতলিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

তিনি স্থানীয় সিল্ক সিটি হোটেলের কর্মচারী ছিলেন। সলঙ্গা থানার ওসি হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, আরাফাত সলঙ্গা থানা এলাকার রাধানগর গ্রামে একটি ভাড়া বাড়িতে থাকতেন এবং ওই হোটেলের কর্মচারী হিসেবে চাকরি করছিলেন। প্রায় ১ মাস আগে তিনি চাকরি ছেড়ে দিলেও ভাড়া বাড়িতেই পরিবার নিয়ে বসবাস করছিলেন। শুক্রবার বিকেলে হাটিকুমরুল গোলচত্বর এলাকার সড়ক ও জনপথের হাইওয়ে রেস্ট হাউসের পেছনে তার লাশ দেখতে পায় স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মুখ ও মাথা থেঁতলানো লাশ উদ্ধার করে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।

ধারণা করা হচ্ছে, তাকে ইট দিয়ে মুখ ও মাথা থেঁতলে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে এখনও এ নির্মম হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। পুলিশ এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে বলে উল্লেখ করেন ওসি।

হোটেল কর্মচারী,হত্যা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত