রাজবাড়ীতে মাদক মামলায় সাজাপ্রাপ্ত ও হত্যা মামলার পরোয়ানাভুক্ত আসামি তারা খান (২৯) কে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)।
গ্রেপ্তার তারা খান রাজবাড়ী সদর উপজেলার খোলাবাড়িয়া গ্রামের মৃত সামসুদ্দিন খানের ছেলে।
শুক্রবার (০২ মে) সন্ধ্যায় পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০) এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) শামীম হাসান সরদার।
ওই প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, গত বৃহস্পতিবার (১ মে) বিকেলে র্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তারা খানকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, তারা খান সদর থানার জিআর নং ৩৫৪/২০১৭ নম্বরের মাদক মামলায় ৬ বছরের সাজাপ্রাপ্ত এবং জিআর নং ১৭৭/২০২০ নম্বরের হত্যা মামলার পরোয়ানাভুক্ত আসামি।প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা খান তার বিরুদ্ধে থাকা অভিযোগের বিষয়ে স্বীকারোক্তি দিয়েছেন। গ্রেপ্তারের পর তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সন্ত্রাস, মাদক ও হত্যা মামলার আসামিদের ধরতে র্যাবের এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানান সহকারী পুলিশ সুপার শামীম হাসান সরদার।