ঢাকা বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

নীলফামারী খাদ্যগুদামে বোরো চাল ক্রয় অভিযান শুরু

নীলফামারী খাদ্যগুদামে বোরো চাল ক্রয় অভিযান শুরু

সরকারি ভাবে বোরো চাল ক্রয় অভিযান গত ২৪শে এপ্রিল শুরু হলেও নীলফামারীতে আনুষ্ঠানিক ভাবে আজ চাল ক্রয় শুরু করেছে নীলফামারী সরকারি খাদ্য গুদাম।

রোববার (৪ মে) দুপুরে নীলফামারী সরকারি সদর খাদ্য গুদামে আবুল কালাম আজাদ অটোরাইস মিলের চাল দিয়ে বোরো চাল সংগ্রহ অভিযান শুরু করা হয়েছে।

চাল ক্রয়ের শুভ উদ্বোধন করেন, আজিজুল হক অটো রাইস মিলের মালিক আলহাজ্ব আজিজুল হক, সামসুল হক রাইস মিলের মালিক সামসুল হক, নুহা অটো রাইস মিলের মালিক সৈয়দ রাকিব হাসান মিশুক ও আবুল কালাম অটো রাইস মিলের মালিক মনির হোসেন, নীলফামারী জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোর্শেদ আজম, নীলফামারী সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জহিরুল হক, খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা নীলফামারী সদর এলএসডি মো. রাশেদুল ইসলাম খন্দকার।

আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট চাল ব্যবসায়ী স্বপন কুন্ডু এবং মোস্তাফিজুর রহমান মুক্তি।

আজ প্রথম ৪৫ টন চাল দিলেন আবুল কালাম আজাদ অটো রাইস মিলের স্বত্বাধিকারী মো. মনির হোসেন।

চাল-ধান সংগ্রহ বিষয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জহিরুল হক বলেন, সকল মিল মালিক সমিতির নেতৃবৃন্দের উপস্থিতিতে চাল ও ধান সংগ্রহ শুরু হয়েছে, আবুল কালাম আজাদ অটো রাইস মিলের ৪৫ টন নতুন চাউল ক্রয় দিয়ে যাত্রা শুরু হলো।

খাদ্য পরিদর্শক মো. রাশেদুল ইসলাম খন্দকার বলেন, চাল ও ধানের এই ক্রয় অভিযান আগামী আগস্ট পর্যন্ত চলবে।

খাদ্যগুদাম,বোরো চাল,ক্রয় অভিযান
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত