ঢাকা মঙ্গলবার, ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

চুয়েটে প্রযুক্তি ও উদ্ভাবনভিত্তিক প্রতিযোগিতা শুরু ৮ মে

চুয়েটে প্রযুক্তি ও উদ্ভাবনভিত্তিক প্রতিযোগিতা শুরু ৮ মে

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর মেকাট্রনিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং (এমআইই) বিভাগের আয়োজনে আগামী ৮মে-১০ এ MIE ROBOLUTION 1.0 শীর্ষক এক ব্যতিক্রমধর্মী প্রযুক্তি ও উদ্ভাবনভিত্তিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এ উপলক্ষ্যে ৪ মে (রবিবার) বেলা ১২টা ৪০ মিনিটে চুয়েটের সিন্ডিকেট কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন MIE ROBOLUTION 1.0 এর সভাপতি ও মেকাট্রনিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগ এর বিভাগীয় প্রধান অধ্যাপক ড. প্রসঞ্জীত দাশ। এ সময় আরও উপস্থিত ছিলেন MIE ROBOLUTION 1.0 এর চিফ কো-অরডিনেটর ও এমআইই বিভাগের সহকারী অধ্যাপক ড. হুমায়ুন কবির, জনাব মনোয়ার ওয়াদুদ হৃদয়, জনাব সঞ্জীব রায়, জনাব নুসরাত সুলতানা ও এমআইই বিভাগের প্রভাষক জনাব ইমরান হোসেন।

সংবাদ সম্মেলনে জানানো হয় উক্ত প্রতিযোগিতায় থাকছে Techathon (বাস্তবভিত্তিক প্রযুক্তিগত সমস্যা সমাধানে দলগত উদ্ভাবনী প্রতিযোগিতা), Robo Soccer (রোবট দ্বারা পরিচালিত আকর্ষণীয় ফুটবল ম্যাচ), Line Following Robot (স্পিড ও প্রিসিশনভিত্তিক রোবট রেসিং), CAD Contest (মেকানিক্যাল ডিজাইন দক্ষতা যাচাইয়ের প্রতিযোগিতা), Project Showcasing & Poster Presentation (বাস্তবসম্মত রোবোটিক্স ও মেকাট্রনিক্স প্রকল্প ও ধারণার প্রদর্শনী), Seminar Session; Industry 4.O (দেশসেরা গবেষক ও প্রযুক্তি বিশেষজ্ঞদের উপস্থিতিতে জ্ঞান ও অনুপ্রেরণার আয়োজন), Colorful Rally (ক্যাম্পাস জুড়ে প্রমোশনাল ও উদ্বুদ্ধমূলক বর্ণাঢ্য শোভাযাত্রা), Gaming Contest & MIE Exhibition Booth (বিনোদন ও বিভাগের কার্যক্রম তুলে ধরার মাধ্যমে অংশগ্রহণকারীদের জন্য বাড়তি আকর্ষণ) ও Cricket Fiesta (একটি ক্রিকেট টুর্নামেন্ট)।

আগামী ৮ই মে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চুয়েটের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া মহোদয়। এতে বিশেষ অতিথি হিসেবে থাকবেন চুয়েটের গবেষণা ও সম্প্রসারণ অধিদপ্তর এর পরিচালক অধ্যাপক ড. সজল চন্দ্র বণিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মেকাট্রনিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগ এর বিভাগীয় প্রধান অধ্যাপক ড. প্রসঞ্জীত দাশ। সেমিনারের প্যানেল স্পিকার হিসেবে থাকবেন রুয়েটের যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. রোকোনুজ্জামান, সিনকস এর পরিচালক (ইঞ্জিনিয়ারিং) নাসিক এম আক্কাস, ইক্লেকটিক এর সিইও জনাব মো. ইব্রাহিম, ট্রান্সকম এর প্ল্যান্ট ম্যানেজার শুভদীপ ভট্টাচার্য, বিএসআরএম এর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মুহাম্মদ শহিদুল ইসলাম।

এতে টাইটেল স্পন্সর হিসেবে থাকবে সিএস ল্যাব এবং স্পন্সর হিসেবে থাকবে আইকনিক, সিনকস, পার্টিকেলস, ওয়াইজেন, ইক্লেকটিক, ম্যাক্রো কনস্ট্রাকশন এন্ড ইঞ্জিনিয়ারিং, ফ্যাক্টরি নেক্সট।

চুয়েট
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত