রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা তীরবর্তী চরাঞ্চলে আবারও দেখা দিয়েছে বিষধর রাসেল ভাইপারের উপদ্রব। এতে কৃষকরা চরম আতঙ্কে পড়েছেন। মাঠে কাজ করতে না পারায় কৃষিকাজ ব্যাহত হচ্ছে, দেখা দিয়েছে কৃষিশ্রমিক সংকট।
বুধবার (৭ মে) গোয়ালন্দ উপজেলা প্রশাসনের উদ্যোগে এই পরিস্থিতিতে কৃষকদের সুরক্ষায় চর দৌলতদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে ১৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে গামবুট বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. খোকন উজ্জ জামান এবং উপজেলা পাট কর্মকর্তা মো. মিজানুর রহমান।
এসময় কৃষকরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তবে আরও বড় পরিসরে সচেতনতা এবং সরঞ্জাম সরবরাহের দাবি জানান তারা।
গোয়ালন্দ উপজেলা কৃষি কর্মকর্তা মো. খোকন উজ্জামান বলেন, ভুট্টা, পাট ধান ও মিষ্টিকুমড়ার আবাদে ব্যস্ত কৃষকরা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন। নীচু জমি ও ঘাসের আড়ালে লুকিয়ে থাকা সাপ পায়ে কামড় দেয়, তাই পায়ের সুরক্ষাই এখন গামবুট ও সচেতনতাই হচ্ছে প্রধান হাতিয়ার। আমরা কৃষকের সমস্যায় সব সময় পাশে থাকবো, ইনশাআল্লাহ।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদুর রহমান বলেন, রাসেল ভাইপারের কামড়ে ইতোমধ্যে তিনজন কৃষক আহত হয়েছেন। পরিস্থিতি মোকাবেলায় কৃষকদের পায়ের সুরক্ষায় গামবুট বিতরণ করা হয়েছে। সচেতনতা বাড়াতে চলবে প্রচারণাও।