ঢাকা শুক্রবার, ২৩ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

সেনা ও বিজিপির সদস্যসহ ৪০ নাগরিককে ফেরত নিল মিয়ানমার

সেনা ও বিজিপির সদস্যসহ ৪০ নাগরিককে ফেরত নিল মিয়ানমার

মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাতের জেরে বাংলাদেশে পালিয়ে আশ্রয় নেওয়া দেশটির সেনা ও বর্ডার গার্ড পুলিশের ৩৪ সদস্যকে স্বদেশে ফেরত পাঠানো হয়েছে। একই সঙ্গে সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ করা আরও ছয় মিয়ানমার নাগরিককে বিভিন্ন অপরাধে সাজাভোগের পর ফেরত নিয়েছে মিয়ানমার কর্তৃপক্ষ। বুধবার দুপুরে কক্সবাজার বিমানবন্দর থেকে কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে মিয়ানমারের একটি বিশেষ বিমানে তাদের হস্তান্তর করা হয়।

সম্প্রতি মিয়ানমার জান্তা সরকারের ১২ সেনা ও ২২ জন বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) সদস্য রাখাইন রাজ্যে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মির সঙ্গে লড়াইয়ে টিকতে না পেরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছিলেন। এরপর তাদের বিজিবির হেফাজতে রাখা হয়। নাইক্ষ্যংছড়ি বিজিবি ক্যাম্প থেকে আজ বুধবার বেলা সাড়ে ১১ টায় বিজিবির একটি বাসে করে তাদের কক্সবাজার বিমান বন্দরে আনা হয়। বিমানবন্দরে পৌঁছার পর ইমিগ্রেশনসহ অন্যান্য আনুষ্ঠানিকতা সেরে তাদের মিয়ানমার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

এ সময় বিজিবির কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এম এম ইমরুল হাসান, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) কক্সবাজারের অতিরিক্ত পরিচালক মোঃ জালাল উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শাহিদুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার, (ট্রাফিক) মোঃ জসিম উদ্দীন চৌধুরী, জেল সুপার মোঃ জাবেদ মেহেদী ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব মোঃ নাজমুল হাসান মজুমদারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহিদুল আলম বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ৩৪ জন সেনা ও বিজিপি সদস্যসহ মিয়ানমারের নাগরিকদের স্বদেশে ফেরত পাঠানো হয়েছে।

এর আগে রাখাইন থেকে পালিয়ে আসা আরও ৭৫২ জনকে সেনা ও বিজিপি সদস্যসহ মিয়ানমার নাগরিকদের তিন ধাপে ফেরত পাঠানো হয়। এ সময়ে মিয়ানমারের বিভিন্ন কারাগারে আটক থাকা ২১৪ জন বাংলাদেশি নাগরিককে ফেরত আনা হয়।

গত বছরের ফেব্রুয়ারি মাস থেকে রাখাইনের নিয়ন্ত্রণ নিয়ে মিয়ানমারের জান্তা সরকারে সঙ্গে দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মির সংঘাত শুরু হয়। প্রায় ১০ মাস লড়াইয়ের পর আরকান আর্মি রাখাইনের ১৭টি টাউনশীপের মধ্যে মংডুসহ ১৪টি টাউনশীপের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মি মিয়ানমারের সঙ্গে থাকা বাংলাদেশের ২৭১কিলোমিটার জল ও স্থল সীমান্ত দখলে নিয়েছে।

মিয়ানমার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত