রাজবাড়ীর আহলাদীপুর হাইওয়ে থানার পুলিশের তৎপরতায় এক কেজি গাঁজাসহ শাহজাহান মল্লিক (৫৪) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
শুক্রবার (২৩ মে) সকালে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন আহলাদীপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম শেখ।
শাহজাহান মল্লিক ফরিদপুর কোতোয়ালি থানার পালডাঙ্গা বেড়িবাঁধ এলাকার মৃত সলিমুদ্দিন মল্লিকের ছেলে।
তিনি জানান, বৃহস্পতিবার (২২ মে) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে থানার সামনের মহাসড়কে চলমান চেকপোস্টে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এসময় শাহজাহান মল্লিকের কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং তাকে তাৎক্ষণিক আটক করা হয়।
আটককৃত ব্যক্তি ও উদ্ধারকৃত গাঁজা বর্তমানে থানা হেফাজতে রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি শামীম শেখ।