ঢাকা রোববার, ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

সখীপুরে ট্রাকচাপায় শিশুর মৃত্যু

সখীপুরে ট্রাকচাপায় শিশুর মৃত্যু

টাঙ্গাইলের সখীপুরে ট্রাকচাপায় সোয়াদ আল সাফওয়ান নামের ৫ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে সখীপুর-গোড়াই সড়কের পৌর শহরের লাইফ কেয়ার ক্লিনিকের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাফওয়ান সখীপুর পৌরসভার ৫নং ওয়ার্ড গড়গোবিন্দপুর এলাকার মাসুদ রানার ছেলে। পরিবারসূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে সাফওয়ান বাবা-মায়ের সাথে অটোগাড়ি যোগে তার মামার বাড়িতে যাচ্ছিলেন। গাড়ি থেকে নেমে তার বাবা ভাড়া দেওয়ার সময় সাফওয়ান রাস্তা পারাপারের জন্য দৌড় দিলে ট্রাকচাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

সখীপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল কালাম ভূইয়া জানান, আবেদনের প্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শিশু,মৃত্যু
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত