ঢাকা মঙ্গলবার, ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

গাংনীতে মাদকাসক্ত জামাইয়ের ছুরিকাঘাতে চাচা শ্বশুর নিহত

গাংনীতে মাদকাসক্ত জামাইয়ের ছুরিকাঘাতে চাচা শ্বশুর নিহত

মেহেরপুরের গাংনীতে মাদকাসক্ত জামাইয়ের ছুরিকাঘাতে ইলিয়াছ হোসেন (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৮ মে) সকাল ৬টার দিকে উপজেলার গাঁড়াবাড়িয়া গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পরিবারের লোকজন ঘাতক জামাইকে আটক করেছে।

নিহত ইলিয়াছ হোসেন ওই গ্রামের নেক্কার আলীর ছেলে।

স্থানীয়রা জানান, ইলিয়াছ হোসেন সকালের দিকে তার শ্বশুর বাশারের বাড়িতে গিয়ে স্ত্রীকে মারধর করছিলেন। এসময় চাচা শ্বশুর ইলিয়াছ হোসেন তাকে নিষেধ করে। এতে ক্ষিপ্ত হয়ে ঘাতক সবুজ আহম্মেদ ইলিয়াছ হোসেনের পেটে ছুরিকাঘাত করে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।

এদিকে ঘাতককে আটকে বিচারের দাবি জানিয়েছেন নিহতের পরিবারের বিক্ষুব্ধ লোকজন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বানী ইসরাইল এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ঘাতক সবুজকে গ্রেফতার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ব্যাপারে মামলাসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

মাদকাসক্ত,ছুরিকাঘাত,চাচা শ্বশুর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত