ঢাকা বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

এক্সপ্রেসওয়েতে ডাকাতির ঘটনায় ৫ আসামির আদালতে দোষ স্বীকার

এক্সপ্রেসওয়েতে ডাকাতির ঘটনায় ৫ আসামির আদালতে দোষ স্বীকার

মুন্সীগঞ্জের শ্রীনগর এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ডাকাতির চেষ্টার ঘটনায় গ্রেফতার পাঁচ আসামি আদালতে দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃতদের মুন্সীগঞ্জের আমলি আদালত-৩–তে হাজির করা হলে বিকেল সাড়ে ৩টায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম তাদের জবানবন্দি গ্রহণ করেন এবং পরবর্তীতে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেফতার পাঁচজন হলেন—পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার টিলা গ্রামের মো. কামাল ওরফে ‘সিএনজি কামাল’ (৪০), একই উপজেলার নয়া ভাঙ্গুনি গ্রামের মো. ইসমাঈল সরদার (৩৯), মাদারীপুরের কালকিনি উপজেলার রমজান বেপারী (২৭), কলাপাড়ার রাসেল মোল্লা (২৪) ও মাদারীপুর সদর উপজেলার মো. লিমন মাতব্বর (২০)।

ঘটনার বর্ণনা দিয়ে গত বুধবার মুন্সীগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মো. শামসুল আলম সরকার জানান, ৫ মে রাত দেড়টার দিকে মাদারীপুরের রবিউল আলম একজন অসুস্থ প্রতিবেশীকে নিয়ে ঢাকায় যাওয়ার পথে শ্রীনগরের ষোলঘর এলাকায় ছনের ব্যারিকেড দেখতে পান। তখন হঠাৎ গহীন এলাকা থেকে ছুরি ও রামদা হাতে ৬ জন ডাকাত বেরিয়ে এসে তাদের গাড়ি লক্ষ্য করে আক্রমণ চালানোর চেষ্টা করে।

ড্রাইভার কৌশলে গাড়ি ঘুরিয়ে পালিয়ে যাওয়ায় ডাকাতরা গাড়িকে ধাওয়া করে এবং এক পর্যায়ে অস্ত্র ছুড়ে মারে। ঘটনাটি গাড়ির ক্যামেরায় রেকর্ড হয় এবং ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ঘটনার পরপরই গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে ঢাকার বিভিন্ন এলাকা থেকে ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেফতার করে। অভিযানে তাদের পরিহিত পোশাক ও তিনটি ধারালো রামদা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ডাকাত দলের প্রধান কামাল ওরফে সিএনজি কামাল এর আগেও একাধিক ডাকাতির সঙ্গে জড়িত ছিল। গত বছর সেপ্টেম্বর মাসে ওই এক্সপ্রেসওয়ের কাছেই আরেকটি ডাকাতির ঘটনায় গ্রেফতার হয়ে কিছুদিন আগে জামিনে মুক্তি পেয়েছিলেন তিনি। জামিনে মুক্তি পেয়ে আবারও একই ধরনের অপরাধে জড়িয়ে পড়েন।

শ্রীনগর কোর্ট পুলিশের পরিদর্শক মো. কামরুল ইসলাম মিঞা জানান, গ্রেফতারকৃত পাঁচজনই আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। বিচারক তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

ডাকাতি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত