ঢাকা বুধবার, ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

গাংনীতে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র, ককটেল ও মাদক উদ্ধার

গাংনীতে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র, ককটেল ও মাদক উদ্ধার

মেহেরপুরের গাংনী উপজেলার চোখতোলা মাঠে অভিযান চালিয়ে ১টি পিস্তল, ৫টি ককটেল বোমা ও ৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

রোববার রাত সাড়ে ৯টার দিকে মেহেরপুর সেনা ক্যাম্পের অভিযানে এগুলো উদ্ধার করা হয়।

ডাকাতিপ্রবণ চোখতোলা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ডাকাতদল সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। সেখানে তল্লাশি করে ওই অস্ত্র, বিষ্ফোরক এবং মাদক উদ্ধার করা হয়েছে বলে সেনাবাহিনীর অভিযান সূত্রে জানা গেছে।

মেহেরপুর সেনাক্যাম্প সূত্রে জানা গেছে, চোখতলা মাঠে ডাকাতির উদ্দেশ্যে ককটেল বোমা প্রস্তুত করছিল একদল দুষ্কৃতকারী। পরে মেজর ফারহান এবং লেফটেন্যান্ট মিনহাজের নেতৃত্বে একটি অভিযান দল সেখানে অভিযান পরিচালনা করে। অভিযান দলের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারীরা ২টি মোটরসাইকেলে পালিয়ে যায়।

উদ্ধার হওয়ায় পিস্তল, ককটেল বোমা এবং গাঁজা গাংনী থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনীর সদস্যরা।

সেনাবাহিনী,অভিযান,ককটেল,মাদক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত