ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

আইডিইবি ময়মনসিংহ জেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত

আইডিইবি ময়মনসিংহ জেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত

ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার রাত ৮টায় ময়মনসিংহ সদরের আবুল মনসুর সড়কস্থ আইডিইবি কার্যালয়ে এই সভা আয়োজিত হয়।

মতবিনিময় সভায় আইডিইবি ময়মনসিংহ জেলা শাখার আহ্বায়ক কমিটি ও সদস্য প্রকৌশলীগণ উপস্থিত ছিলেন। সভায় প্রকৌশল খাতের বিভিন্ন দিক, চলমান প্রকল্প এবং ডিপ্লোমা প্রকৌশলীদের ভূমিকা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিইবি কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেন। সভাপতিত্ব করেন আইডিইবি ময়মনসিংহ জেলার সভাপতি প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান।

এছাড়া অনুষ্ঠানে সঞ্চালনা করেন আইডিইবি ময়মনসিংহ জেলার সদস্য সচিব প্রকৌশলী মো. এমদাদুল হক। তিনি বলেন, এ অনুষ্ঠানের মাধ্যমে প্রকৌশলেদের মধ্যে পারস্পরিক মতবিনিময় এবং পেশাগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবো বলে আশা করছি।

বক্তারা আরও বলেন, এ সভার মাধ্যমে আইডিইবি ময়মনসিংহ জেলা শাখা তাদের প্রকৌশলীদের সাথে সংযোগ স্থাপন এবং তাদের মতামত গ্রহণের একটি সুযোগ তৈরি করেছে, যা ভবিষ্যতে এই সংগঠনের অগ্রগতিতে সহায়ক হবে।

আইডিইবি,মতবিনিময়
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত