"নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের ভূমি সুরক্ষিত রাখি"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার (২৫ মে) শেরপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি মেলা ২০২৫। মেলা চলবে আগামী ২৭ মে পর্যন্ত।
মেলার উদ্বোধন উপলক্ষে সকাল ১০টায় একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান, পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম, বৈষম্যবিরোধী আন্দোলনের শেরপুর জেলার আহ্বায়ক মামুনুর রহমান, শেরপুর প্রেসক্লাবের অংশ বিশেষের সভাপতি কাকন রেজা, এবং জেলার সকল ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “দলিলের মাধ্যমে ভূমির মালিকানা অর্জিত হলেও, নামজারি ও জমা খারিজের মাধ্যমে তা সরকারি স্বীকৃতি পায়। তাই সবাইকে ভূমি সংক্রান্ত সঠিক প্রক্রিয়াগুলো অনুসরণে উৎসাহিত করতে ভূমি মেলার আয়োজন করা হয়েছে।” তিনি আরও বলেন, ভূমি মেলায় অংশগ্রহণের মাধ্যমে নাগরিকরা সহজেই বিভিন্ন খতিয়ানের জমির নামজারি, জমা খারিজসহ গুরুত্বপূর্ণ সেবা গ্রহণ করতে পারবেন।
ভূমি মেলা ২০২৫ আয়োজন করেছে শেরপুর জেলা প্রশাসন। এতে সহযোগিতা করছে ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড এবং ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প।
মেলায় আগত নাগরিকদের জন্য জমি সংক্রান্ত নানা সেবা প্রদানের পাশাপাশি, জনসচেতনতামূলক কর্মসূচি ও তথ্যভিত্তিক প্রদর্শনীও চলবে।