বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৫ উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ মে) জেলা প্রশাসনের আয়োজনে এবং জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল, স্বাস্থ্য সেবা বিভাগ ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় এ কর্মসূচি বাস্তবায়ন হয়।
র্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসাঃ হাফিজা জেসমিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শেরপুরের পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম, সিভিল সার্জন ডা. মোহাম্মদ শাহিন, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ, ছাত্র প্রতিনিধি ও সুশীল সমাজের সদস্যরা।
বক্তারা বলেন, তামাক ও ধূমপান আমাদের সমাজে নানা ধরনের স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করছে। বিশেষ করে তরুণ সমাজকে এই ক্ষতিকর অভ্যাস থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রশাসনকে একসঙ্গে কাজ করতে হবে। তারা তামাকবিরোধী সচেতনতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভা শেষে তামাকমুক্ত কার্যক্রমে অবদান রাখায় তিনজনকে ‘তামাকমুক্তকরণ’ সার্টিফিকেট ও পুরস্কার প্রদান করা হয়।