ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

শেরপুরে পৃথক ঘটনায় জমজ দুই বোনসহ নিহত ৪

শেরপুরে পৃথক ঘটনায় জমজ দুই বোনসহ নিহত ৪

শেরপুরের নালিতাবাড়ী ও নকলায় বজ্রপাতে দুইজন এবং সদর উপজেলায় পানিতে ডুবে যমজ দুই বোনের মৃত্যু হয়েছে।

শনিবার (৩১ মে) দুপুর ও বিকেলের দিকে এসব ঘটনা ঘটে।

জানা গেছে, নালিতাবাড়ী উপজেলায় বজ্রপাতে হাজেরা খাতুন (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কাকরকান্দি ইউনিয়নের মানিককুড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাজেরা খাতুন ওই এলাকার খোরশেদ আলমের স্ত্রী। জানা যায়, দুপুরে ঝড়-বৃষ্টির মধ্যে হাজেরা খাতুন তার নাতনিকে হাজী মোড় এলাকার একটি মাদ্রাসা থেকে নিয়ে ফেরার পথে হঠাৎ বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান। নালিতাবাড়ী থানার ওসি সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।

একই সময়, নকলা উপজেলায় মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে ছমির উদ্দিন ছমু (৫৮) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। উপজেলার টালকী ইউনিয়নের পশ্চিম বড়পাগলা এলাকায় এ ঘটনা ঘটে। তবে, নিহতের গায়ে বজ্রপাতে ঝলসানোর কোন আলামত না থাকায় স্থানীয়রা ধারণা করে জানান, বজ্রপাতের বিকট শব্দে হৃদক্রিয়া বন্ধ হয়ে ছমির উদ্দিন মারা যেতে পারেন। নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসকরা জানান, বজ্রপাতের ঘটনা ঘটলেও ছমির উদ্দিন মূলত হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করেছেন।

অপরদিকে, শেরপুর সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের ছোট ঝাউয়েরচর নামাপাড়া এলাকায় পানিতে ডুবে নিলা আক্তার ও শীলা আক্তার নামে দুই যমজ বোনের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। তারা দুই বোনই স্থানীয় একটি ব্র্যাক স্কুলের শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলের দিকে পরিবারের সবার অজান্তে ৫ শিশু বান্ধবী মিলে বাড়ির পাশের একটি নালায় গোসল করতে যায়। গোসল করা অবস্থায় নিলা ও শিলাসহ ৩ জন পানিতে ডুবে যায়। স্থানীয়রা দেখতে পেয়ে তাদেরকে দ্রুত উদ্ধার করেন। উদ্ধারকৃত ওই ৩ জনের মধ্যে নিলা ও শীলা মৃত্যুবরণ করে। অপর একজনকে গুরুতর আহত অবস্থায় শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। শেরপুর সদর থানার ওসি মো. জুবাইদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জমজ বোন,নিহত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত