জাতিসংঘ পরিবেশ কর্মসূচি কর্তৃক পরিবেশ দিবসের “প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনি সময়” প্রতিপাদ্যকে সামনে রেখে পরিবেশ অধিদপ্তরের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় রংপুরে বিশ্ব পরিবেশ দিবস-২০২৫ উদযাপিত হয়েছে।
বুধবার (২৫ জুন) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে উদ্বোধন শেষে একটি র্যালি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে শেষ করে প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় স্থানীয় সরকার পরিচালক আবু জাফর।
অতিরিক্ত জেলা প্রশাসক রমিজ আলম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জের পুলিশ সুপার আশরাফুল্লাহ তাহের, রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) লিমন রায়, রংপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার শরিফ মোহাম্মদ ফারুকুজ্জামান। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিচালক নুর আলম, মূল প্রবন্ধ উপস্থাপন করেন রংপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুস সালাম সরকার।
দিবসটি উপলক্ষ্যে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন শেষে র্যালি, আলোচনা সভা ও শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ শেষে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিগণসহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।