চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে গত বৃহস্পতিবার (২৬ জুন)। এবার শেরপুর জেলার পাঁচটি থানায় মোট ৩৪টি কেন্দ্রে ১৪৯৭২ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে। শেরপুর জেলায় মোট ১৫টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষা দিচ্ছে ৯০১১ জন। মাদ্রাসা বোর্ড এ আলিম পরীক্ষা দিচ্ছে ৫ টি কেন্দ্রে ৯২৯ জন শিক্ষার্থী। এইচএসসি ভোকেশনাল /বিএম/বিএমটি থেকে মোট ১৪টি কেন্দ্রে ৫০৩২ জন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে।
শেরপুর সদর উপজেলার ৯টি কেন্দ্রে, নকলা উপজেলায় ৬টি কেন্দ্রে, নালিতাবাড়ী উপজেলায় ৫টি কেন্দ্রে, ঝিনাইগাতি উপজেলায় ৫টি কেন্দ্রে, শ্রীবরদী উপজেলা ৯টি কেন্দ্রে শেরপুর জেলার শিক্ষার্থীদের এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
শেরপুর সদর উপজেলার পরীক্ষা কেন্দ্রগুলো হলো- শেরপুর সরকারি কলেজ, শেরপুর সরকারি মহিলা কলেজ, ডা. সেকান্দী আলী কলেজ শেরপুর, ইদ্রিসিয়া কামিল মাদ্রাসা, শেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, শেরপুর মডেল টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ, এছাড়াও শেরপুর সদরের ভেন্যু কেন্দ্রগুলো হল শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, শেরপুর মডেল গার্লস ডিগ্রী কলেজ, কসবা টেকনিক্যাল এন্ড বিএম ইনস্টিটিউট।
নকলা উপজেলার পরীক্ষা কেন্দ্রগুলো হল, হাজী জালমামুদ কলেজ নকলা শেরপুর, নকলা শাহরিয়া ফাজিল মাদ্রাসা নকলা শেরপুর, ধকুরিয়া এ জেড টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ, এছাড়াও নকলা উপজেলার ভেন্যু পরীক্ষা কেন্দ্রগুলো হল চৌধুরী ছবুরুন্নেছা মহিলা ডিগ্রি কলেজ, নকলা শাহরিয়া ফাজিল মাদ্রাসা।
নালিতাবাড়ী উপজেলায় পরীক্ষা কেন্দ্রগুলো হল, সরকারি নাজমুন স্মৃতি মহা বিদ্যালয়, নালিতাবাড়ী শেরপুর, নালিতাবাড়ী শহীদ আব্দুর রশিদ মহিলা কলেজ, তরাগঞ্জ ফাজিল মাদ্রাসা, নালিতাবাড়ী শেরপুর, নালিতাবাড়ী সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ নালিতাবাড়ী শেরপুর।
শ্রীবরদী উপজেলায় পরীক্ষা কেন্দ্র গুলো হল, শ্রীবরদী সরকারি কলেজ শ্রীবরদী শেরপুর, হালিমা আহসান টেকনিক্যাল (বি এম) ইন্সটিটিউট শ্রীবরদী শেরপুর, শ্রীবরদী ইসলামিয়া কামিল এম এ মাদ্রাসা শ্রীবরদী শেরপুর, শ্রীবরদী আইডিয়াল টেকনিক্যাল স্কুল এন্ড মহিলা বিএম কলেজ শ্রীবরদী শেরপুর, খরিয়া কাজিরচর মডেল টেকনিক্যাল এন্ড বিএম কলেজ শ্রীবরদী শেরপুর, পুষ্প কানন টেকনিক্যাল এন্ড বিএম কলেজ শ্রীবরদী শেরপুর এছাড়াও শ্রীবরদীতে একটি ভেন্যু কেন্দ্র রয়েছে তা হল ভায়ডাঙ্গা আরেফিন মামুদ সিনিয়র আলিম মাদ্রাসা ভায়ডাঙ্গা, শ্রীবরদী শেরপুর।
ঝিনাইগাতি উপজেলায় পরীক্ষা কেন্দ্র গুলো হল আলহাজ্ব শফিউদ্দিন ডিগ্রি কলেজ, ঝিনাইগাতি শেরপুর, দিঘারপার ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা, ঝিনাইগাতি শেরপুর, ডা. সেরাজুল হক টেকনিক্যাল এন্ড কৃষি ডিপ্লোমা ইন্সটিটিউট ঝিনাইগাতি, শেরপুর, ঝিনাইগাতি মহিলা আদর্শ ডিগ্রী কলেজ।
শেরপুর জেলার পাঁচটি উপজেলায় এসব পরীক্ষা কেন্দ্রে মোট ১৪৯৭২ জন পরীক্ষার্থী এইসএসসি বা সমমান পরিক্ষায় অংশগ্রহণ করছে বলে জানিয়েছেন শেরপুর জেলা প্রশাসক এর শিক্ষা শাখা।